সনৎ ঝা, শিলিগুড়ি: অরাজকতার বাংলাদেশে আতঙ্কে রয়েছেন সে দেশের ট্রাক চালকরা। ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে ধরা পড়েছে উদ্বেগের ছবি। অভিযোগ, বাংলাদেশে রাতের অন্ধকারে ট্রাক আটকে চলছে লুঠপাট। বাংলাদেশে অশান্তির জেরে কার্যত ফাঁকা ফুলবাড়ির বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও।
আরও পড়ুন, দীপুচাঁদ দাসের পরিবারকে সাহায্যের আহ্বান শুভেন্দুর, হিন্দুদের বললেন, 'যা পারবেন দেবেন..'
হাদিকে খুনের পরই প্রতিবাদ আর নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে খুনের পরই প্রতিবাদ আর নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে। এদিকে, বিদ্বেষের বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসছেন বহু মানুষ। বেনাপোল পেট্রাপোল সীমান্ত থেকে উঠে এল এমনই ছবি। ময়মনসিংহে যুবককে খুন করে জ্বালিয়ে দিয়ে দুষ্কৃতীদের উল্লাস!BNP নেতা বেলাল হোসেনের নাবালিকা মেয়েকে পুড়িয়ে খুন! বাদ নেই ভাঙচুর.... লুঠপাট!ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে খুনের পরই প্রতিবাদ আর নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে। আতঙ্কে বেনাপোল সীমান্ত পেরিয়ো পেট্রাপোল দিয়ে ভারতে চলে আসছেন বহু মানুষ।
'হিন্দুদের নির্যাতন করছে, ভারত সরকারের কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত'
বাংলাদেশের বাসিন্দা বলেন, হিন্দুদের নির্যাতন করছে, হ্যাঁ, হিন্দুদের নির্যাতন করছে, ভারত সরকারের কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রাণ নিয়ে কেউ চলে আসছেন বাড়ি-ঘর ছেড়ে। কেউ গিয়েছিলেন আত্মীর বাড়ি। সময় নষ্ট না করে বাংলাদেশ ছাড়ছেন সবাই।বাংলাদেশের ঢাকার বাসিন্দা শান্তিরঞ্জন সাহা। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে চলে এসেছেন এই বৃদ্ধ।' শান্তিরঞ্জন সাহা, বাংলাদেশ ঢাকা বাসিন্দা বলেন, পরিস্থিতি ভালো না জোর জুলুম করা হচ্ছে রাস্তাঘাট আটকে দিচ্ছে দোকান বাজার অর্ধেক খোলা অর্ধেক খোলা নয় ভয় খুব হিন্দুরা খুব আতঙ্কে আছে আতঙ্কে একটা ছেলেকে মেরে খুন করে আগুন দিয়েছে হিন্দুদের এখন নিরাপত্তা নেই।
'বর্ডার ডমিনেন্স রাখতে হবে, আরও বেশি অ্যাগ্রেসিভ পেট্রোলিং করতে হবে'
উত্তর ২৪ পরগনা হাবড়ার বাসিন্দা সুকান্ত দে বলেন, ভয়ের মধ্যে চলে আসলাম। তাড়াতাড়ি চলে আসলাম। যদি কিছু হয়! আতঙ্ক তো একটু আছেই! যার জন্য তাড়াতাড়ি চলে আসলাম।বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন সীমান্তের ব্য়বসায়ীরাও।এই পরিস্থিতিতে সীমান্তে আরও নজরদারি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ এখন আর বন্ধু দেশ নেই। তাই এখন আরও নজরদারি বাড়াতে হবে। বর্ডার ডমিনেন্স রাখতে হবে। আরও বেশি অ্যাগ্রেসিভ পেট্রোলিং করতে হবে। বাংলাদেশ-পরিস্থিতির প্রতিবাদে রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারের পাঁচমাথা মোড়ে সনাতনী হিন্দু সেনার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি।