অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! মৌলবাদীদের অকথ্য অত্যাচার। তছনছ হিন্দুদের দোকান-বাড়ি-মন্দির। এই অবস্থায় বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। বাংলাদেশী পণ্য বর্জনের ডাক দিয়ে এদিন ধর্মতলায়, মিছিল করল তাঁরা।
বাংলাদেশি পণ্য বর্জনের ডাক কলকাতায় ! হোটেলেও করতে হবে 'বয়কট'
প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতার এক হাসপাতাল বাংলাদেশী রোগীদের আর চিকিৎসা করবে না বলে আবেদন জানিয়েছিল। বাংলাদেশে, ভারতীয় পতাকা অবমাননার জন্য জেলার ডাক্তারের তরফেও প্রকাশ্যে এসেছিল একই প্রতিবাদের সুর। আর এবার এদিন অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছে, 'ভারতবর্ষ হিন্দু-মুসলিম সকলের দেশ। কিন্তু অবৈধ বাংলাদেশী, তোমরা সরে যাও এখান থেকে। যতক্ষণ পর্যন্ত না তোমাদের ইউনূস, আমাদের ভারতের জাতীয় পতাকা মাথায় তুলে নিচ্ছে..।' তাঁদের স্পষ্ট বক্তব্য,' তাঁরা যদি কোনও হোটেল বা ঘরভাড়ায় আসে, তাঁদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাঁড়িয়ে দিতে হবে।'
'বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার কারণেই এই সিদ্ধান্ত'
এদিন মাইক্রোফোনে বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দেওয়ার পাশাপাশি,কলকাতার দোকানে দোকানে লিফলেট বিলিও করেন তাঁরা। তাঁরা বিভিন্ন খাবারের দোকানে যান। পাশাপাশি হোটেলগুলিতেও তাঁরা গিয়ে তাঁরা বলেন, বাংলাদেশের কোনও নাগরিক যদি আসেন, তাঁদের যেনও কোনও খাবার দেওয়া না হয়। তাঁদের যেনও হোটেলে থাকতে দেওয়া না হয়। অখিল ভারতীয় হিন্দু মহাসভার দাবি, বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, সেই কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিচ্ছেন।
ত্রিপুরার পর মালদার হোটেলে বাংলাদেশিদের 'No Entry'
অপরদিকে, বাংলাদেশীদের পরিষেবার দেওয়া যাবে না বলে ডাক দিয়েছিল ত্রিপুরার হোটেলগুলি। আর এবার হিন্দুদের উপর হামলার প্রতিবাদে, ত্রিপুরার পর মালদার হোটেলে বাংলাদেশিদের 'No Entry'। মালদার হোটেলেও বাংলাদেশি 'বয়কট' এর ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন, বড় পোস্টে চাকরি, আগামী বছরই ছিল বিয়ে, সান্দাকফুতে ঘুরতে গিয়ে কলকাতার তরুণীর রহস্যমৃত্যু !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।