কলকাতা: বাংলাদেশে টার্গেট হিন্দুরা, ইউনূস সরকারকে কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহি ইমামের। 'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিন্দনীয়। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ করুক ইউনূস সরকার। হিন্দুদের ওপর অবিচার রুখতে ব্যবস্থা নিন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। ইসলাম কখনই অন্য কোনও ধর্মের প্রতি অবিচারের কথা বলে না। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বন্ধ হওয়া উচিত', কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির।
একের পর এক ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারে উত্তপ্ত বাংলাদেশ। ভারতে আসতে ইসকনের ভক্তদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হিন্দুদের ওপর আক্রমণের প্রভাবে এবার উত্তপ্ত ভারত-বাংলাদেশ সীমান্ত। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে, সম্প্রতি অসমের করিমগঞ্জে বাংলাদেশ সীমান্তে 'বাংলাদেশ চলো' স্লোগান দিয়ে মিছিল করেছিল একটি হিন্দু সংগঠন। যা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।এর আগে ত্রিপুরায় একাধিক বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখিয়েছে হিন্দু সংগঠনগুলি। বন্ধ করে দেওয়া হয়েছে রফতানি। আর এই পরিস্থিতিতে গত সোমবার পশ্চিমবঙ্গে আন্দোলনে নামেন শুভেন্দু অধিকারী সহ উত্তর ২৪ পরগনার অন্যান্য বিজেপি বিধায়করা।' অবিলম্বে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ করা উচিত। বাংলাদেশে শান্তিশৃঙ্খলা বাহিনী পাঠানো হোক,' দাবি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর।
বাংলাদেশের এক হিন্দু নাগরিকের দাবি,'আমরা কখনও মসজিদে হামলা করিনি, ভবিষ্যতেও করব না। কখনওই করব না। কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে। বারবার হামলা হচ্ছে, পূর্বে হয়ে এসেছে, এখনও হচ্ছে।' এখানেই শেষ নয়, এই মুহূর্তে সংখ্যা লঘুদের উপর ভয়াবহ অত্যাচারে অশান্ত বাংলাদেশ। সেই আবহেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি। ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে। আর তা মাড়িয়ে যাচ্ছে লোকজন। অত্যন্ত ঘৃণ্য ছবি সামনে আসতেই নিন্দার ঝড় দেশজুড়ে। সমালোচনা বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুন, বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।