সমীরণ পাল, স্বরূপনগর : SIR-আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক। উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা। সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা করছেন তাঁরা। এদের মধ্যে কেউ ভারতে কাটিয়েছেন ৫-৬ বছর, কেউ আবার তারও আগে এসেছেন। অনেকে ভারতীয় নথিও বানিয়ে ফেলেছেন, তুলছেন রেশনও। SIR আতঙ্কে বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা।

Continues below advertisement

বাংলাদেশে পালানোর আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। এক মহিলা বলেন, "বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল। দেওয়ার পরে সেই ফর্ম ফিলআপ করে দিলেই সরকারের ঘর থেকে দিয়েছিল। দুই-তিন বার ভোট দেওয়া হয়েছে। মানে, এখানে থাকব বলে এসব করিয়েছিল। এখন এখানে থাকতে পারছি না। এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। সবার ভোটার কার্ড নেই। খালি মিঠু মোল্লার ভোটার কার্ড হয়েছিল। আধার কার্ড আছে। আমার ভোটার কার্ড নেই। বাপ-দাদাদের আমলের ডকুমেন্টস নেই। তাই আমাদের দেশে ফিরে যাচ্ছি আমরা।"

দু-সপ্তাহ হল রাজ্যে SIR-এর কাজ শুরু হয়েছে। আর এই আবহেই দেখা গেছে বাংলাদেশে ফেরার হিড়িক ! সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি। তবে সব ছাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের ছবি। শিশু থেকে বৃদ্ধ... বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ ৫ বছর... কেউ ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। 

Continues below advertisement

দেশ ভাগের পর নিজেদের ভিটে-মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার ছবি ধরা পড়েছিল। তাতে ছিল অনেক যন্ত্রণা। ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িকের আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শ'য়ে শ'য়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন। তারপর ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছেন। প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেকদিন শ'য়ে শ'য়ে মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই BGB-র হাতে তুলে দিচ্ছে BSF।

SIR চালু হতেই যখন এই ছবিগুলি সামনে আসছে, তখন ফের অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  বলেছেন, "৫৪০ কিলোমিটার জমি দেননি। আর সভায় সভায় দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ। অনুপ্রবেশের জন্য দায়ী BSF। আরে ভাই, জমি দিয়ে দেন। ২০১৬ সাল থেকে রাজনাথ সিং লিখছেন। অমিত শাহ নিজে নবান্নয় গিয়ে মিটিং করেছেন। আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন। আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন। আমরা দেখেছি টিভি-মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না তোলে আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলব যে, বিএসএফ দায়ী।"