পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বেহালায় একরত্তি স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক স্কুল ছাত্র। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম সাগর মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। সূত্রের খবর, বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বড়কুড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল, এদিন স্কুলের ছুটির পর সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লাগে তার। গুরুতর আহত হয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে আনা হয়। পরে বাঁকুড়া মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকরা সেই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে যে, স্কুল ছুটির পর বাঁকুড়া সোনামুখি রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল সাগর। সেই সময় সোনামুখি থেকে বেলিয়াতোড়গামী একটি অ্যাম্বুলেন্স বেপরােয়া ভাবে এসে সাগরের সাইকেলে ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছিল সেই নবম শ্রেণির ছাত্র।


২ দিন আগেই পশ্চিম বর্ধমানে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক যুবকের। জানা গিয়েছিল যে, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সেই যুবক। উল্টোদিক থেকে এসে ধাক্কা বালি বোঝাই লরির। তাতে বেঘোরে মৃত্যু হয় সেই যুবকের। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল অন্ডালে। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় যানজটের ফলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (Andal Road Accident)


পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুরের খোলামুখ খনির কাছে এই দুর্ঘটনা ঘটে। গত বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহত যুবককে শুভম রাম বলে শনাক্ত করা হিয়েছে। তিনি হরিপুরের ছাইগাদা পাড়ার বাসিন্দা। বালি ভর্তি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৪-এর ওই যুবক শীতলপুর থেকে সিদুলির দিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। খোলামুখ খনির কাছে পৌঁছলে উল্টো দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা বালিভর্তি একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে এবং সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।