পূর্ণেন্দু সিংহ, রাজীব চৌধুরী ও অনির্বাণ বাগচী,  বাঁকুড়া, মুর্শিদাবাদ: জেলায় জেলায় দিদির দূতেদের (Didir Doot) ঘিরে অব্যাহত ক্ষোভ-বিক্ষোভ। বাঁকুড়া (Bankura) ও মুর্শিদাবাদে (Murshidabad) ক্ষোভের মুখে পড়লেন ২ তৃণমূল বিধায়ক। এ দিন ফের, দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে শোনা গেল তৃণমূল নেতাদের বেধে রাখার দাওয়াইয়ের কথা! নির্বাচনে ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। 


ক্ষোভের মুখে তৃণমূলের ২ বিধায়ক: দুই জেলা, কিন্তু অভিযোগ একই। খারাপ রাস্তা, আর পানীয় জলের সমস্যা। তা নিয়েই বাঁকুড়া, মুর্শিদাবাদে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের ২ বিধায়ক। ফের ক্ষোভের মুখে অরূপ চক্রবর্তী ,ক্ষোভের মুখে জীবনকৃষ্ণ সাহা


কোথাও অসন্তোষ! কোথাও অনুন্নয়ন নিয়ে প্রশ্ন! সোমবারও দিদির দূতেদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভের ছবিটা বদলাল না। এদিন, বাঁকুড়ার তালডাংরার গুন্নাথ গ্রামে দিদির দূত হিসেবে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। রাস্তা, পানীয় জলের সমস্যা নিয়ে তৃণমূল বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। 


মুর্শিদাবাদে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন বড়ঞার তৃণমূল বিধায়কও। ভরতপুরের জজানে দিদির দূত জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। দিকে দিকে যখন, তৃণমূলের দিদির দূতেদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে। তখন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মুখে ফের শোনা গেল বেধে রাখার দাওয়াইয়ের কথা! বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, উত্তর দিতে হবে। কাজ কেন হয়নি। আমি তো বলেছি, জনতা সজাগ আছে। পাবলিক জিজ্ঞাসা করছে। সেই জন্য বেধে রাখা উচিৎ। আমি তো বলেছি, জল দেয় না, আপনারা ওদের বেধে রাখুন। জল দেবেন না।


তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সেলের ইনচার্জ  দেবাংশু ভট্টাচার্য বলছেন, এই ধরনের কথার জন্যই বিখ্য়াত। নির্বাচনে ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি। আমরাও তো বলতে পারি, গ্রামের মানুষকে, বিজেপির লোক বাড়িতে এলে জিজ্ঞেস করুন, ৪০০ টাকার রান্নার গ্য়াস কেন ১২০০টাকায় কিনতে হচ্ছে? বিজেপির লোককে যদি তাদের টাকা-পয়সা মানুষ দাবি করে ভাল হবে? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটু চিকিৎসা করিয়ে নিন


এদিনই মুর্শিদাবাদের বড়ঞায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ পরিদর্শনের এসে বিক্ষোভের মুখে পড়েন ন্যাশনাল লেভেল মনিটরিং টিমের সদস্যরা।


আরও পড়ুন: Mid Day Meal Controversy: 'টুপি, গ্লাভস, অ্যাপ্রন পরে মিড ডে মিলের কাজ' কেন্দ্রীয় প্রতিনিধিদের দেখাতে 'একদিনের তৎপরতা' স্কুলে?