পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: হাসপাতাল আছে, আছে যথেষ্ট পরিকাঠামো, রোগীও আছে। কিন্তু নেই চিকিৎসক। অগত্যা বাঁকুড়া (Bankura) ও পশ্চিম মেদিনীপুরের সীমানাবর্তী প্রায় ৪০টি গ্রামের মানুষকে ন্যূনতম চিকিৎসাটুকুও পেতে দৌড়তে হয় ১৭ কিমি দূরের হাসপাতালে।


অনেকরকম সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতাল আছে। আছে যথেষ্ট সংখ্যক রোগীও। কিন্তু হাসপাতালে চিকিৎসক নেই! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। অগত্যা ন্যূনতম চিকিৎসাটুকু পেতেও বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার সীমানাবর্তী প্রায় ৪০ টি গ্রামের মানুষকে ছুটতে হয় ১৬ থেকে ১৭ কিমি দুরের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।


বাঁকুড়ার সিমলাপাল ব্লকের অড়রা নিউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০ টি গ্রামের মানুষ যে কারণে বেজায় সমস্যার মুখোমুখি হচ্ছেন। পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলারও প্রায় ২০ টি গ্রামের মানুষ স্বাস্থ্যের ব্যাপারে নির্ভরশীল এই স্বাস্থ্য কেন্দ্রের উপর। একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে শুধু আউটডোর পরিষেবাই নয়, ছোট খাট অস্ত্রোপচারও হতো।


কিন্তু  কয়েক বছর  আগে হাসপাতালে কর্মরত একমাত্র চিকিৎসক হাসপাতাল থেকে অন্যত্র চলে যাওয়ায় ওই হাসপাতালের চিকিৎসা পরিষেবা বেহাল হতে শুরু করে। তুলে নেওয়া হয় হাসপাতালের অন্যান্য কর্মীদেরও। সম্প্রতি পরিস্থিতি সামাল দিতে একজন নার্সিং স্টাফ ও একজন গ্রুপ ডি কর্মীকে অন্য হাসপাতাল থেকে পাঠিয়ে কোনওমতে চলছে ওই হাসপাতালের আউটডোর পরিষেবা।


একজন অস্থায়ী চিকিৎসককে মাঝে মধ্যে হাসপাতালে পাঠানো হলেও তাঁর যাতায়াত এতটাই অনিয়মিত যে ওই চিকিৎসকের উপর ভরসা করতে পারেন না এলাকার মানুষ। স্থানীয়দের দাবি বর্তমানে ওই হাসপাতালে ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকুও মেলে না। সামান্য কিছু অসুখ বিসুখ হলেই দৌড়তে হয় ১৬ থেকে ১৭ কিমি দুরের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই পরিস্থিতিতে অবিলম্বে হাসপাতালে স্থায়ী চিকিৎসক নিয়োগের দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন।


চিকিৎসকের সংখ্যা কম থাকায় এই সমস্যা, দাবি স্বাস্থ্য দফতরের। নিজেদের অসহায়তার কথা স্বীকার করে নিয়েছে স্বাস্থ্য দফতর। স্থানীয় তৃণমূল বিধায়কও ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানিয়ে চিকিৎসক মোতায়েনের আবেদন জানানো হয়েছে। তাঁর আশ্বাস, খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।


আরও পড়ুন: চিনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।