তুহিন অধিকারী, বাঁকুড়া: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি ১ (rash driving)। আহত হয়েছেন ২ জন। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে (Bishnupur) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের বয়সও বেশি নয়।


বিষ্ণুপুরে বেপরোয়া গতির বলি ১


রাতের শহরে বেপরোয়া গতির বলি ১। আহত ২। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম সৌমেন করজ্ঞা। বয়স ২০ বছর। বাড়ি বিষ্ণুপুরের গোপালগঞ্জ  এলাকায়। অন্যদিকে আহত দুই যুবকের নাম ভিকি বাউরি ও পার্থ দুলে। তাদের বয়স যথাক্রমে ২১ বছর ও ১৯ বছর।


স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ওই তিন যুবক একটি বাইক নিয়ে রামসাগরে পঞ্চমীর মেলা দেখে ফিরছিলেন। গন্তব্য ছিল বিষ্ণুপুরের রাসতলার পঞ্চমী মেলা। ঠিক তখনই  বেপরোয়া বাইক গিয়ে সজোরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে। সময় তখন আনুমানিক রাত ১টা। বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের সঙ্কটতলায় বেপরোয়া গতিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: Kolkata News: ক্রিকেট খেলা নিয়ে মায়ের কাছে বকুনি খেয়ে আত্মহত্যা! কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু


বাসিন্দাদের কথায়, দুর্ঘটনার সময় বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সৌমেন করজ্ঞার। এরপর খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। এরপর বিষ্ণুপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারা এবং বিষ্ণুপুর থানা পুলিশ আহত ২ যুবককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে ভিকি বাউরির অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অপর এক যুবক পার্থ দুলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।


আরও পড়ুন: Agnipath Scheme Protests: বাংলাতেও ‘অগ্নিপথ’ বিক্ষোভের আঁচ, বাতিল একাধিক ট্রেন, অবরোধ শ্রীরামপুরে