টাকা নিয়ে চাকরি দিয়েছে যারা, দরকারে জল বিছুটি দিয়ে চাবকে মারা হবে তাঁদের। নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে শাসকদলকে বিঁধতে গিয়ে কার্যত হুমকির সুর বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদের গলায়। একইমঞ্চ থেকে আছড়ে মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। যদিও, বিজেপির হুমকিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

দুর্নীতির জেরে যোগ্যদেরও হকের চাকরি চলে গেছে। টাকা নিয়ে যাঁরা চাকরি বিক্রি করেছেন, তাঁরা অযোগ্যদেরও রাস্তায় বসিয়েছেন, আবার যোগ্যদের জীবনও অন্ধকার করে দিয়েছেন। এই প্রেক্ষাপটে এবার সেই চাকরি বিক্রিতাদের টার্গেট করে কৌশলে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতারা।

বাঁকুড়া প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, 'যারা অযোগ্য, যারা এই তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন, তারাও চুপিচুপি আমাদের সঙ্গে দেখা করুন। আপনার টাকা আদায়ের পূর্ণ সহযোগিতা করব আমরা। দরকার হলে তৃণমূলের দালালদের এই আকাশ মুক্তমঞ্চে এনে দাঁড় করিয়ে জামা-কাপড় খুলে জল বিছুটি দিয়ে চাবুক মারা হবে।'             

অন্যদিকে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, 'আপনাদের যে যে টাকা নিয়েছে, তাদের জামার কলার ধরে এই মাচানতলায় নিয়ে এসে আছাড় দিয়ে মারতে হবে।'

বিজেপির এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষকদের ডেকে জোর গলায় বলেছেন, আমি তোমাদের পাশে আছি। আমার সরকার তোমাদের পাশে আছে।' 

যারা যোগ্য প্রার্থী তাঁদের সঙ্গে আছি। আর যারা টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন, তৃণমূল নেতাদের কাছে থেকে টাকা আদায় তাঁদের সঙ্গেও আছি। ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় তৃণমূলকে চাপে ফেলতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকার চাকরি যাওয়ার জন্য প্রথম থেকেই তৃণমূলকে বিঁধে আসছে বিরোধীরা। SSC’ র প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় পাল্টা বিজেপি–সিপিএমকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                      

রাজনীতির আকচাআকচি চলছে। কিন্তু সমাধান কোন পথে? হিংসার করালগ্রাস থেকে কবে মিলবে মুক্তি?