পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কাউন্সিলরের (TMC Councillor) মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ। নালিশ জানাতে গিয়ে তৃণমূল (TMC) কাউন্সিলরের কাছেই হেনস্থা হতে হয়েছে বাজার কমিটির সম্পাদককে। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পাল্টা অভিযোগ কাউন্সিলরের। বাঁকুড়া পুরসভার রাজগ্রামের ঘটনা। 


তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও হেনস্থা করার অভিযোগ। বাজার বন্ধ করে প্রতিবাদ ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার রাজগ্রামে। রাজগ্রাম বাজার কমিটির অভিযোগ, মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠানের শোভাযাত্রার সময় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা চট্টোপাধ্যায়ের নির্দেশে বেশ কিছু দোকানের শেড ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ জানাতে কাউন্সিলরের কাছে যান বাজার কমিটির লোকজন। অভিযোগ, সেই সময় কাউন্সিলর বাজার কমিটির সম্পাদককে মারধর ও হেনস্থা করেন। 


ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ করে বিক্ষোভ দেখান বাজার কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। সব অভিযোগ অস্বীকার করে বাজার কমিটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কাউন্সিলর। সকাল থেকে বাজার ও দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।


অন্যদিকে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। ২০০ মিটার ব্যবধানে তৃণমূলের দুই গোষ্ঠীর মিটিং। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করার এই মিটিং ঘিরে
প্রকাশ্যে চলে এল দলের অন্দরের ফাটল। একে অপরের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ সরব হল দুই গোষ্ঠী। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। 


রাজ্য়ের শাসক দলের দুই গোষ্ঠী। দুই সভা হল ২০০ মিটার ব্যবধানে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জেলা সফরের আগে তৃণমূলে অনৈক্যের ছবি স্পষ্ট হল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। 


পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে ২ মাসের 'তৃণমূলে নব জোয়ার' যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে শুনছেন মানুষের কথা। 
সেই কর্মসূচিতে, ১০ থেকে ১২ জুন উত্তর ২৪ পরগনা জেলায় আসবেন তিনি। তার আগে, মঙ্গলবার দত্তপুকুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ২টি সভা হয় তৃণমূলের। দুই সভারই উদ্দেশ্য পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করা। 


একটি মিটিং হল দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে। দত্তপুকুর স্টেট ব্যাংকের দোতালায় হল আর একটি মিটিং। বুলবুল কমিউনিটি হলের মিটিং-এর উদ্যোক্তা ছিলেন, দত্তপুকুর ২ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রঞ্জিত সাধুখাঁ। অন্য মিটিং-এ উপস্থিত ছিলেন দত্তপুকুর ২নম্বর পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা দত্ত, তাঁর স্বামী রাজু দত্ত, বারাসাত ১ পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা আরিফুজ্জামান সহ তৃণমূলের নেতা-নেত্রীরা।