তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের জলজলা ও কমলাসায়ের গ্রামে হাতির তাণ্ডব (Elephant Attack)। রাতের অন্ধকারে ধানখেতে ঢুকে পড়ল বুনোহাতি। গ্রামবাসীদের একাংশের দাবি, ধান জমিতে রীতিমতো তাণ্ডব চালায় বুনোহাতিটি। পাশাপাশি গ্রামের একটি দোকানের শাটার ভেঙে ফেলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গ্রামের বাসিন্দাদের একাংশের দাবি, বন্য়া পরিস্থিতির মাঝেই বুনো হাতির তাণ্ডবে কার্যত নাজেহাল তাঁরা। অন্য়দিকে, বুনো হাতির তাণ্ডবের ঘটনায়, পাত্রসায়রের বনদফতরের পক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


গ্রামে হাতির তাণ্ডব: একদিকে বন্যার আতঙ্ক অন্যদিকে রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডব। দুইয়ের আতঙ্কে নাজেহাল বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের জলজলা ও কমলাসায়ের গ্রামের বাসিন্দারা। রাতের অন্ধকারে ধানের মড়াই থেকে ধান খেতে দেখা যায় বুনো হাতিকে। আবার সাতসকালে ধান জমিতে তাণ্ডব চালানো বুনোহাতি। একটি দোকানের শাটার ভেঙেছে তারা। তাণ্ডবের জেরে গবাদি পশুকে আহত হয়েছে। অন্যদিকে এলাকার বহু কৃষি জমি এখনও জলের তলায়। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। ঠিক তখনই রাতের অন্ধকারে বুনোহাতির তাণ্ডবে অসহায় অবস্থা গ্রামবাসীদের। সব মিলিয়ে চরম আতঙ্কে রয়েছেন তাঁরা। 


স্থানীয়রা বলছেন, "রাত জেগে হাতি পাহারা দিতে হচ্ছে যাতে হাতি এলাকার কোনও ক্ষতি করতে না পারে। এই মুহূর্তে চরম আতঙ্কে রয়েছে আমরা। তাই বন দফতরের কাছে অনুরোধ যে ক্ষতি হয়েছে আমাদের সেই ক্ষতিপূরণ দেওয়া হোক।'' অন্যদিকে পাত্রসায়ের বন দফতরের পক্ষ থেকে জানানো হয়, "সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।''


এদিকে মালদার ভুতনিরচরে প্লাবিত এলাকায় জলে ডুবে গেলেন দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ দুই যুবকের নাম পরিমল মণ্ডল এবং বঙ্কিম মণ্ডল। বৃহস্পতিবার, জমি থেকে পাট ছাড়িয়ে টিনের নৌকা করে ফেরার পথে প্লাবিত এলাকায় নৌকা সমেত তলিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্পিডবোর্ড নামিয়ে শুরু করা হয় তল্লাশি। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি দুই যুবকের।                   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডে কী করছিলেন সেমিনার রুমে? অবস্থান স্পষ্ট করলেন চিকিৎসক সুশান্ত রায়