তুহিন অধিকারী, পাত্রসায়র (বাঁকুড়া): বাঁকুড়ার পাত্রসায়রে ঘর থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। পুলিশ সুপার জানিয়েছেন, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। পরিবারের দাবি, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। 


বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ। পাশে শুয়ে তারস্বরে কাঁদছে ৬ মাসের শিশুপুত্র। অন্যদিকে, বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছ থেকে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার গভীর রাতে দম্পতির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার পাত্রসায়রের রামেশ্বরকুঁড়ে গ্রামে।


স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী : পুলিশ জানিয়েছে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃত দম্পতির নাম, অসিত ও রেণুকা বাগদি। অসিত পেশায় দিনমজুর ছিলেন। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে শিশুর একটানা কান্না শুনে দম্পতির বাড়িতে আসেন কয়েকজন প্রতিবেশী। ঘরে ঢুকে দেখেন বিছানায় রক্তাক্ত অবসস্থায় পড়ে রয়েছে রেণুকার মৃতদেহ। তাঁর পাশে শুয়ে কাঁদছে শিশু। ঘরের মেঝেয় দেখা যায়, পড়ে রয়েছে রক্তমাখা কুড়ুল। এরপরই পুকুর পাড়ের একটি গাছ থেকে অসিতের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা।


দাম্পত্য বিবাদ: মৃতের এক আত্মীয় বলছেন, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য বিবাদ ছিল, তার জেরেই এই ঘটনা ঘটে। এই ঘটনার পর, বুধবার সকালে গ্রামে গিয়ে দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে, রক্তমাখা কুড়ুল। এই ঘটনায় বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। অশান্তির কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। 


বিজেপি নেত্রীর স্বামীকে মারধর: উল্লেখ্য, বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী। পঞ্চায়েত ভোটের আগে ভয় দেখাতে হামলা, দাবি গেরুয়া শিবিরের। পারিবারিক বিবাদের জের, পাল্টা দাবি তৃণমূলের