পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিজের লেটার প্যাড ব্যবহার করে ব্যবসায়িক সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ বিজেপির জেলা নেতার বিরুদ্ধে। লেটার প্যাড ভাইরাল হতেই শো কজ করল দল। নিজের দলীয় লেটার প্যাড ব্যবহার করে একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠল অশোক বিদ নামের বিজেপির বাঁকুড়া জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে। চাঁদার প্রাপ্তিস্বীকার লেখা সেই লেটার প্যাড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। দলের তরফে কারণ দর্শাতে বলা হয় ওই নেতাকে।  ঘটনার সত্যতা স্বীকার করে দলীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই ভুল স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ওই বিজেপি নেতা। তৃণমূলের কটাক্ষ,' এটাই বিজেপির সংস্কৃতি।' 


মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা


সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য অশোক বিদের একটি দলীয় লেটার প্যাড ভাইরাল হয়। সেই লেটার প্যাডে দেখা যায় অশোক বিদ দলীয় কর্মসূচীর জন্য ধান্য মিল এসোসিয়েশান নামের একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ ২৫ হাজার টাকার প্রাপ্তি স্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে এই লেটার প্যাড ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বিজেপি নেতৃত্বের একাংশের মতে এইভাবে নিজের লেটারহেড ব্যবহার করে চাঁদা সংগ্রহ দলের শৃঙ্খলার পরিপন্থী। সামাজিক মাধ্যমে লেটার হেডটি ছড়িয়ে পড়ার পরই ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্যেশ্যে ওই জেলা কমিটির সদস্যকে দলের তরফে কারন দর্শাতে বলা হয়।


আরও পড়ুন, পুরুষ ও মহিলা রোগীদের মাঝে শুধুই দরমার বেড়া, হাসপাতালে গিয়ে চক্ষু চড়কগাছ মিমির


৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে অশোক বিদকে


সাতদিনের মধ্যে সেই শোকজের জবাব দিতে বলা হয়েছে অশোক বিদকে। বিজেপির দাবি, এই ধরনের কোনও বিষয়কে দল সমর্থন করে না। অশোক বিদ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবী ব্লক স্তরে দলীয় কর্মসূচী করার জন্য রাজ্য বা জেলা থেকে কোনো তহবিল দেওয়া হয় না। তাই চাঁদা বাবদ ওই অর্থ সংগ্রহ করতে হয়েছে। দলীয় রসিদ না থাকায় বাধ্য হয়ে লেটার হেডেই চাঁদার প্রাপ্তি স্বীকার করতে হয়েছে। অশোক বিদের দাবী দলের তরফে শো কজ চিঠি পেতেই তিনি নিজের ভুল স্বীকার করে দলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রাপ্তিস্বীকার লেখা লেটার প্যাডটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিজের দলেরই কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অশোক বিদ।  তৃণমূলের দাবি, মিল মালিকদের কাছ থেকে চাঁদার নামে জোর করে ওই টাকা আদায় করা হয়েছে। বিজেপির নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত এটাই বিজেপির সংস্কৃতি।