প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: হাতির হানায় (Elephant Attack) প্রাণ গেল এক প্রৌঢ়ের। শুক্রবার ভোর ৩টেয়। জানা গিয়েছে, বড়জোড়া থানার পখন্না গ্রাম পঞ্চায়েতের বড়মানার পশ্চিমপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, বাদাম ক্ষেতে ভোরবেলা জল দিচ্ছিলেন মৃত ব্যক্তি তিলক সরকার। অন্ধকারে হাতিটিকে দেখতে পাননি। হাতিটির আক্রমণের মুখে পড়েন তিনি।


হাতির হানায় প্রাণ গেল প্রৌঢ়ের: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাদাম ক্ষেতের মাঝে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁরা তাঁকে তুলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বড়জোড়া বন দফতরের রেঞ্জার ঋত্বিক দে জানিয়েছেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। নদী পেরিয়ে খাবারের সন্ধানে হাতিটি বড় মানাচরে গিয়েছিল। তাছাড়া জঙ্গল থেকে বড় মানাচরে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। তাছাড়া স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে হাতিগুলি খাদ্য সঙ্কটে ভুগছে। সেই কারণে দামোদরের বিস্তীর্ণ বালির চর পেরিয়ে হাতিটি বড়মানাচরে প্রবেশ করেছে।’’ সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও হাতিটির গতিবিধি সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে বর্ধমানের কাঁকসা জঙ্গলের দিকে চলে গেছে হাতিটি।


গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু। তারপর কখনও পাওয়া যাচ্ছে আধখাওয়া দেহ। পুরুলিয়ার সিমনিবিটের জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে বারবার বনদফতরের কানে আসছিল এই অভিযোগ। এবার জঙ্গলে লাগোয়া ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি। ছবিতে দেখা গেছে, গ্রাম লাগোয়া জঙ্গলে বসে, পরম নিশ্চিন্তে গরু শিকার করে খাচ্ছে চিতাবাঘটি। বনদফতর সূত্রে খবর, ২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। ২০ এপ্রিল বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ফের পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। এই দু’টো চিতাবাঘ কি আলাদা? নাকি একই? তা খতিয়ে দেখছে বনদফতর। জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। পুরুলিয়ার বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, “২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় চিতাবাঘের ছবি ধরা পড়েছে। ২০ এপ্রিল আবার চিতাবাঘের ছবি ধরা পড়েছে। পূর্ণবয়স্ক পুরুষ চিতা। এলাকায় মাইকে সতর্ক করার ব্যবস্থা হচ্ছে।’’ আতঙ্কে কাঁটা হয়ে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। বনদফতর সূত্রে খবর, আশেপাশের মানুষদের সতর্ক করতে খুব তাড়াতাড়ি মাইকে ঘোষণা শুরু হবে।


আরও পড়ুন: College Admission: দুর্নীতি রুখতে সিন্ধান্ত, কলেজে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি চালুর ভাবনা