তুহিন অধিকারী, বাঁকুড়া : বালি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় আহত ২ পথচারী। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ২ পথচারীকে ধাক্কা মেরে দেওয়াল ভেঙে ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক্টর। আহতদের ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bisnupur Super Speciality Hospital)। এদিকে হাড়হিম করা দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায় (CCTV Camera)। বেপরোয়া গতিতে এগিয়ে এসে প্রথমে পথচারীদের ধাক্কা ও তারপর দেওয়াল ভেঙে টাক্টরটি ঢুকে যেতে দেখা যায়।


শুক্রবার দুপুরে বিষ্ণুপুর শহরের শংকটতলা এলাকায় ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে একটি বালি বোঝাই ট্রাক্টর বেপোরোয়া ভাবে এসে  রাস্তায় পথ চলতি দুই পথচারীকে ধাক্কা মেরে একটি দেওয়াল ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনার পর দ্রুত স্থানীয় মানুষজনই আহত দুই পথচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।


কয়েক সপ্তাহ আগে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার কাইতি পাড়ায় গ্রামের রাস্তার ধারে বসে বাসন ধোওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন স্থানীয় দুই গৃহবধূ। আচমকাই একটি চারচাকা গাড়ি এসে একজনকে ধাক্কা মেরেছিল। অন্যজনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা দূরে। পরে গাড়ি ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয় চালক-সহ গাড়ির আরোহীরা। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। আহত দুই গৃহবধূকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল।


                                                                                                                                                                                                                           


আরও পড়ুন- 'বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে কেন?' এজিকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে