পূর্ণেন্দু সিংহ, বিটন চক্রবর্তী, বাঁকুড়া: গভীর রাতে বিজেপি নেতাকে ঘুমন্ত অবস্থায় সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা? ভোটমুখী রাজ্যে মারাত্মক অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। বাইরে থেকে দরজায় শিকল তুলে বিজেপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে! প্রতিবেশীদের তৎপরতায় কোনওমতে রক্ষা পায় ওই পরিবার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃণমূলের দাবি, নেপথ্যে রয়েছে বিজেপির কোন্দল। 

Continues below advertisement

আরও পড়ুন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনার গাড়ি, জম্মু কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় ১০ জওয়ানের মৃত্যু ! শোকবার্তা অভিষেকের

Continues below advertisement

গভীর রাতে জ্বলছে বাড়ি ! বুধবার রাতে, বাঁকুড়ার ওন্দায় এভাবেই, আগুন ধরিয়ে সপরিবারে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, উঠল তৃণমূলের বিরুদ্ধে। জ্বলেপুড়ে খাক হয়ে গেছে মাটি-খড়ের বাড়ি। ভাঙচুর ও লুঠপাট চালানো হয়েছে বিজেপি নেতার ওষুধের দোকানেও। নাকাইজুড়ি গ্রামপঞ্চায়েতের নন্দনপুর গ্রামের বিজেপির শক্তিপ্রমুখ তাপস বারিক। তিনি দলের সোশাল মিডিয়া সেলেরও নেতা।বুধবার কর্মী সম্মেলন সেরে রাতে বাড়ি ফিরেছিলেন বিজেপি নেতা।  অভিযোগ, রাতে বাড়ির সবাই যখন ঘুমে অচেতন, তখন বাইরে থেকে কেউ পেট্রল ছিটিয়ে দেয়, তারপর দরজায় বাইরে থেকে শেকল তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়।ওন্দা নন্দনপুর বিজেপি শক্তি প্রমুখ তাপস বারিক বলেন, আমি মা-বাবা রাতে ছিলাম।  এমনভাবে এখান থেকে পেট্রল দিয়েছে, পেট্রোলের গন্ধ, আমরা চিৎকার চেঁচামেচি করছি।  আমার পাশের বাড়িতে এক দাদা থাকে। আমরা এত জোরে চিৎকার করেছি, দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয়। ভাগ্যিস শিকলটা খুলে দিয়েছে! আজ ভগবানের দয়ায় প্রাণে বেঁচে ফিরেছি। এটা পুরো তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা। '

বাড়ি থেকে দেড়শো মিটার দূরেই রয়েছে তাঁর ওষুধের দোকান। সচরাচর রাতে সেখানেই থাকেন তাপস বারিক। অভিযোগ, দুষকৃতীরা প্রথমে বিজেপি নেতার ওষুধের দোকানে ভাঙচুর ও লুঠপাট চালায়। সেখানে তাঁকে না পেয়ে দুষকৃতীরা হানা দেয় বাড়িতে। বাইরে থেকে দরজায় শেকল তুলে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওন্দা বিজেপি বিধায়ক  অমরনাথ শাখা বলেন, বিজেপি করার জন্য তাঁর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষকৃতীকারীরা করছে, আমরা পুলিশ-প্রশাসনের কাছে অতি সত্বর, যেহেতু ৩-৪ জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদের গ্রেফতার করা হয়। নচেৎ আমরা আগামী দিন বৃহত্তম আন্দোলনে নামব।  ওন্দা পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সভাপতি  অভিরূপ খাঁ বলেন, বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, কিছু ঘটলেই তৃণমূলকে দোষারোপ করা। ওন্দায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ, বিজেপির অন্তর্কলহে এটা হয়েছে কিনা।'এদিন বিজেপি নেতার ভস্মীভূত বাড়ি, ও ক্ষতিগ্রস্ত দোকানে যান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।  নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। ফাঁড়ির সামনে বিজেপির তরফে বিক্ষোভও দেখানো হয়।