পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়া (Bankura) পুরসভার ভোটের জন্য প্রার্থী খুঁজতে জেলা কার্যালয়ে ড্রপ বক্স(Drop Box) বসাচ্ছে বিজেপি(BJP)। গেরুয়া শিবিরের দাবি, যোগ্য প্রার্থী নির্বাচন করতে এমন সিদ্ধান্ত। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ, প্রার্থী না পেয়ে ড্রপ বক্সের আশ্রয় নিয়েছে বিজেপি।
বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, কাল থেকে আমাদের বাঁকুড়া জেলা কার্যালয়ে আবেদনপত্র নেওয়া হবে। আবার নতুন করে যদি কেউ আবেদন করতে তার জন্য ড্রপবক্স থাকবে।
বকেয়া পুরসভাগুলির ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, থেমে নেই তৎপরতা। বাঁকুড়া পুরসভার নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে জেলা বিজেপি কার্যালয়ে রাখা হচ্ছে ড্রপবক্স।
বিধানসভা ভোটের আগে, প্রার্থীপদে আবেদন চেয়ে ঝাড়গ্রাম জেলা বিজেপি অফিসে বসে ছিল ড্রপ বক্স। এবার জঙ্গলমহলের আরেক জেলায় একই পথে পা বাড়াল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এবার পুরভোটে প্রার্থী হওয়ার জন্য সমাজের নানা স্তরের মধ্যেই আগ্রহ দেখা গেছে। যোগ্য প্রার্থী খুঁজতে বসানো হচ্ছে ড্রপ বক্স।
বিবেকানন্দ পাত্র বলেন, যাঁরা আবেদন করতে ইচ্ছুক, তাঁরা ড্রপবক্সে আবেদন পত্র দিয়ে যাবেন। তাহলে বোঝা যাবে বিজপির পুরসভা নির্বাচনে ভবিষ্যৎ কী আছে। ২৪-০ করার লক্ষ্যে এগোচ্ছি।
প্রার্থী খুঁজতে বিজেপির ড্রপ বক্স-কৌশল নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, কর্মী, সমর্থক নেই ওই জন্য ড্রপ বক্স। দলটা নেই কিছু, ড্রপ বক্স ছাড়া কী করবে ? প্রার্থী খুঁজে পাচ্ছে না। তৃণমূলের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চাইছে না।
এবার প্রথম বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে জিতেছে বিজেপি। বাঁকুড়া পুরসভা দখলের টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। লোকসভা ভোটের নিরিখে বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৩টি লিড পায় বিজেপি। একটি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। তবে বিধানসভা ভোটের প্রেক্ষিতে বিজেপি এগিয়ে ১৫টিতে, তৃণমূলের লিড ৯টি ওয়ার্ডে।