ডোমজুড়: ভোট মিটতেই ফুল বদলে ঘরে ফিরেছেন। কিন্তু ‘বিশ্বাসঘাতক’ তকমা কাটিয়ে উঠতে পারছেন না হাওড়া ডোমজুড়ে (Howrah Domjur) প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাই তৃণমূলে ফেরার পরেও ডোমজুড়ে গিয়ে ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। কালো পতাকাও দেখানো হল তাঁকে।
দলের প্রয়াত এক নেতার পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার ডোমজুড়ে পা রাখেন রাজীব। কিন্তু গাড়ি থেকে নামতেই সেখানে তাঁকে প্রায় ঘিরে ধরেন তৃণমূলের (TMC) বিক্ষুব্ধ কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। কালো পতাকা দেখানোর পাশাপাশই রাজীবের উদ্দেশে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়।
এমন বিক্ষোভের মুখে পড়ে, প্রয়াত নেতার পরিবারের সঙ্গে দেখা না করেই রাজীবকে ফিরতে হয়। তবে এ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
আরও পড়ুন: এবার ‘মা ক্যান্টিনে’ বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল, ৭ দিনের মধ্যে জবাব তলব
বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দেন রাজীব। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি নিয়ে বিধানসভা থেকে বেরনোর সময় অশ্রুসজল চোখে ক্যামেরার সামনে ধরা দিলেও, চার্টার্ড বিমানে চেপে দিল্লিতে অমিত শাহের (Amit Shah) দরবারে হাজির হওয়ার সময় তার রেশ ছিল না বিন্দুমাত্র।
সেই থেকেই রাজীবের উপর চটেছিলেন ডোমজুড়ের মানুষ এবং দলের স্থানীয় কর্মী-সমর্থকরা। তাই বিজেপি-র প্রতিনিধি হিসেবে যত বারই ডোমজুড় গিয়েছেন তিনি, তত বারই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
বিধানসভা মিটতেই যদিও ‘বোধোদয়’ হয় রাজীবের। কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে দফায় দফায় হত্যে দিয়ে দলে ফেরার রাস্তা পাকা করেন তিনি। কিন্তু তাঁকে দলে ফেরানোয় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মতো নেতারা।
এমন পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে, পুরভোটের দায়িত্ব দিয়ে রাজীবকে ত্রিপুরা (TMC in Tripura) পাঠিয়ে দেন মমতা। কিন্তু তাতেও যে রাজীবের উপর ক্ষোভ মেটেনি তৃণমূল কর্মী-সমর্থক এবং সর্বোপরি ডোমজুড়ে মানুষের, শনিবারের ঘটনায় ফের তার প্রমাণ মিলল।