পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura News) কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। আহত দুজনকে নিজের গাড়িতে তুলে বাঁকুড়া মেডিক্যালে হাজির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 


বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ: এদিন বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সেতুর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় আহত হন দুই যুবক। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আহত দুই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নেন সাংসদ। তাঁদের নিয়ে হাজির হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। হাসপাতালে পৌঁছলে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁদের পরিচয় জানার চেষ্টা শুরু করা হয়েছে।                              


আহতদের মধ্যে একজনের মৃত্যু: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি সংস্থায় চাকরি করেন ওই দুই যুবক।এদিন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। বাইকে থাকা দুই যুবকই ছিটকে পড়েন রাস্তার উপর। এক যুবকের উপর দিয়ে চলে যায় লরির চাকা। নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় আহত দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাংসদ। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।                   


দিঘাগামী বাস দুর্ঘটনা: চলতি সপ্তাহে আসানসোল দিঘাগামী একটি SBSTC বাস দুর্ঘটনার কবলে পড়ে। কাঁথি ঢোকার আগে SH-5 কাঁথি বেলদা রোডের পাশে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬০ জন যাত্রী ছিলেন ওই বাসে। স্থানীয়রাই এসে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন। প্রাথমিকভাবে মনে করা হয়, চালকের ঘুমের কারণেই এই দুর্ঘটনা ঘটে। কারোর অনুমান, কুয়াশার জেরেই এই দুর্ঘটনা। স্থানীয় থানার পুলিশ আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার বাবা মায়ের কাছে তুলে দেওয়া হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Coochbehar News: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ কোচবিহারে, ABVP-র ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধমার