পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সাড়ে চার বছরের শিশুপুত্রকে হত্যার অপরাধে বাবা মায়ের যাবজ্জীবন সাজা (Life sentence ) ঘোষনা বাঁকূড়া জেলা আদালতের (Bankura District Court)। ২০২০ সালে নিজের শিশু পুত্রকে হত্যার দায়ে বাবা মায়ের যাবজ্জীবন সাজা ঘোষনা বাঁকুড়া জেলা আদালতের। সোমবার এই সাজা ঘোষনা করে অতিরিক্ত দায়েরা বিচারক চতুর্থ কোর্ট।


আরও পড়ুন, তৃণমূলে ছিলাম, আছি, থাকব: শিশির অধিকারী


বাঁকুড়ার বড়জোড়া থানার মোহনপুর গ্রামে নিজের শিশু পুত্রকে হত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে


জানা গিয়েছে, বাঁকুড়ার বড়জোড়া থানার মোহনপুর গ্রামে নিজের শিশু পুত্রকে হত্যার করার অভিযোগ ওঠে বাবা এবং মায়ের বিরুদ্ধে। সুত্রের খবর, শিশু পুত্র জন্মানোর পর থেকেই স্বামী ও স্ত্রী মধ্যে অশান্তি লেগেই থাকত। প্রায়শই দুজনের মধ্যে অশান্তির ঘটনা ঘটত বলে জানা গিয়েছে। সেই অশান্তির জেরে দুই বছর আগে নিজের সাড়ে চার বছরের শিশু পুত্রকে হত্যা করে বলে ভয়াবহ অভিযোগ ওঠে। আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে, বড়জোড়া থানার পুলিশ শিশুকে হত্যার অভিযোগে বাবা ও মা-কে গ্রেফতার করে। পরে পুলিশের কাছে নিজেদের এই অপরাধের কথা স্বীকার করেছেন বাবা ও মা।


বাঁকুড়া অতিরিক্ত দায়েরা বিচারক চতুর্থ কোর্ট শিশুর বাবা ও মায়ের সাজা ঘোষনা করে


শনিবার বাঁকূড়া জেলা আদালতে বিচারপ্রক্রিয়ার এই মামলায় সব দিক বিচার ও বিশ্লেষন করে শিশু হত্যার দায়ে দোষী সাবস্ত্য করা হয় বাবা ও মা-কে। সোমবার বাঁকুড়া অতিরিক্ত দায়েরা বিচারক চতুর্থ কোর্ট শিশুর বাবা ও মায়ের যাবজ্জীবন সাজা ঘোষনা করে। এর পাশাপাশি শিশুটির বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাবাস এবং মায়ের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাসের কারাবাসের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও সন্তানকে খুনের অভিযোগ উঠেছে বাংলার বুকে। কখনও অভাবের তাড়নায় সন্তান সহ পরিবারকে হত্যা করে নিজে আত্মঘাতী হওয়া ঘটনা প্রকাশ্যে এসেছে। আবার পরকীয়ার জেরেও সন্তান হত্যার অভিযোগ এসেছে রাজ্যের আদালতে।