পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গতকাল রাতের কালবৈশাখী (Kalbaisakhi) ঝড় ক্ষতিগ্রস্থ রাজ্যের বেশ কিছু জেলা। জানা গিয়েছে, বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাঁকুড়া (Bankura) শহরের একাংশ। ক্ষতিগ্রস্থ হয়েছে বাইশটি বাড়ি। কোনও বাড়ির চালে থাকা অ্যাজবেস্টার্স গুঁড়িয়ে গিয়েছে। আবার কোনও বাড়ির চাল ঝড়ের দাপটে উড়ে গিয়েছে কুড়ি মিটার দূরে। শুক্রবার বিকেলের পর থেকে এভাবেই বাঁকুড়া শহরে তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। 


কালবৈশাখী ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে বাঁকুড়া শহরের বেশ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ঝড়ে প্রায় কুড়ি থেকে বাইশটি বাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আজ স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান বাঁকুড়া পুরসভার পদাধিকারীরা। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দেওয়া হয় তাঁদের পক্ষ থেকে।


জানা যাচ্ছে, গতকাল বিকেলের পর বাঁকুড়ায় আছড়ে পড়ে কালবৈশাখী। প্রায় মিনিট কুড়ির প্রবল ঝড় ও বৃষ্টিতে বাঁকুড়া শহরের একাধিক এলাকায় গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক এলাকা। ঝড়ে উড়ে যায় বাঁকুড়া পুরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের রাজগ্রাম এলাকার একাধিক বাড়ির খড়, টিন,  টালি ও অ্য়াজবেস্টার্সের চাল। গৃহহীন হয়ে পড়েন বেশ কয়েকটি পরিবার মানুষ। আজ সকালে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলারদের নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় যান বাঁকুড়ার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ। ক্ষতিগ্রস্থদের সাময়িক ত্রিপল ও শুকনো খাবারের ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি নথিপত্র খতিয়ে দেখে সরকারী প্রকল্পের বাড়ি তৈরী করে দেওয়ার আশ্বাস দিয়েছে বাঁকুড়া পুরসভা। 


আরও পড়ুন - Mao Poster:'গড়বেতায় মাওবাদী-পোস্টারকাণ্ডে ধৃতরা BJP কর্মী,' TMC বিধায়কের দাবি ঘিরে তরজা।Bangla News


অন্যদিকে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ের দাপটে বহু এলাকা এখনও বিদ্যুৎহীন। তার সঙ্গে ঝড়ে গাছ পড়েও বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঝড়ের ফলে আহত হয়েছেন ৩জন। জানা গিয়েছে, আহত তিন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে।