Tecno Phantom X Price: এবার ভারতে তাদের ফ্ল্যাগশিপ ফোন Tecno Phantom X নিয়ে এল Tecno। গত বছরই বিশ্বের অনেক দেশেই লঞ্চ হয়েছে এই ফোন। কোম্পানির দাবি,  ফ্যান্টম এক্স এই সেগমেন্টের প্রথম কার্ভড স্মার্টফোন, যাতে AMOLED ডিসপ্লে রয়েছে। পাশাপাশি ভাল ক্যামেরার জন্য ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা-সহ একটি 108MP আল্ট্রা এইচডি মোড সেটআপ দেওয়া হয়েছে।


Tecno Phantom X: কত দাম ফোনের ?
আগামী 4 মে থেকে টেকনো ফ্যান্টম এক্স কেনার জন্য বাজারে পাওয়া যাবে। 25,999 টাকা দামের এই স্মার্টফোনটি দুটি রঙে পাওয়া যাবে। সামার সানসেট ও আইসল্যান্ড ব্লু রঙে পাবেন এই ফোন। Phantom X-এর প্রতিটি কেনাকাটায় গ্রাহক 2,999 টাকা মূল্যের একটি ব্লুটুথ স্পিকার ও এককালীন স্ক্রিন রিপ্লেসমেন্টের অফার পাবেন। 


Tecno Phantom X: ফোনের ফিচার ও স্পেকস
টেকনো ফ্যান্টম এক্স ফোনে একটি 6.7-ইঞ্চি FHD কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 90Hz এর রিফ্রেশ রেট সহ ডিসপ্লে পাবেন। এর উভয় দিকে কর্নিং গরিলা গ্লাস 5 এর সুরক্ষা দেওয়া হয়েছে। স্মার্টফোনে 8GB LPDDR4x RAM ও 256GB UFS 2.1 ফ্ল্যাশ ইন্টারনাল স্টোরেজ সহ একটি অক্টা-কোর MediaTek Helio G95 চিপসেট রয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ একটি মাইক্রোএসডি কার্ড দিয়ে 512GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।


Tecno Phantom X : ক্যামেরা কেমন ফোনের ? 
ক্যামেরার কথা বলতে গেলে এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ও 13 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট সেন্সর রয়েছে। একই সঙ্গে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। এতে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। ফোনে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এতে একটি 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 33W দ্রুত চার্জার সাপোর্ট-সহ পাওয়া যায়।


আরও পড়ুন : Cyber Crime: আপনার ফোন চলে যাবে অন্যের নিয়ন্ত্রণে, চিন্তা বাড়াচ্ছে 'Dos Attack'