পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আজ পয়লা বৈশাখ। নববর্ষের সকালে পরিবারের মঙ্গলকামনায় সকাল থেকে বাঁকুড়ার মন্দিরে মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীর ভিড়। আজ সকালে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে বাঁকুড়ার ঐতিহ্যবাহী বহু প্রাচীন ভৈরবস্থান মন্দিরে। 


শুধু বাঁকুড়া শহর নয় আশপাশের বহু এলাকা থেকে অসংখ্য মানুষ পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে হাজির হন ভৈরবস্থান মন্দিরে। এমনিতে  প্রবল গরমে নাভিশ্বাস দশা বাঁকুড়া জেলার মানুষের। বেলা বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে রোদের তাপ। প্রবল এই গরমে সকাল সকাল পুজো দিয়ে বাড়িতে ফিরতে চাইছেন মানুষ।                              


রাজ্যজুড়েই আজ নববর্ষ পালিত হয়। এক নজরে দেখে নেওয়া যাক- 



  • বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাটে।  রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা। একে পয়লা বৈশাখ, তার ওপর আজ শনিবার। তাই ভিড়ের চাপও বেশি।

  • সারা বছর ভাল কাটুক। এই প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে।

  • পয়লা বৈশাখের সকালে মঙ্গলারতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন। পাশাপাশি, দূর-দূরান্ত থেকে নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই। নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছেন তাঁরা। পয়লা বৈশাখের সকালে মঙ্গলারতি দিয়ে তারা মায়ের পুজো শুরু হয়। 

  • পয়লা বৈশাখে কোচবিহার শহরে মদনমোহন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। মদনমোহন দেবকে পুজো দিয়ে নতুনভাবে বছরটা শুরু করেন কোচবিহারবাসী। ব্যবসায়ীরাও এদিন হালখাতার পুজো দেন। 

  • বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। মা সর্বমঙ্গলাকে রাঢ় বঙ্গের দেবী বলা হয়। পয়লা বৈশাখের সকালে মন্দিরে ভক্তদের ভিড়। সারা বছর পরিবার পরিজনের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিচ্ছেন তাঁরা। ব্যবসায়ীরাও হালখাতার পুজো দিচ্ছেন। সর্বমঙ্গলা মন্দিরে বাড়তি ভিড় সামাল দিতে মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক ও পুলিশ।