পার্থপ্রতিম ঘোষ, বাঁকুড়াঃ কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি (AIIMS Recruitment Corruption) মামলায় বাঁকুড়ায় বিজেপি বিধায়কের (BJP Leader Niladri Sekhar Dana) মেয়ে মৈত্রী দানাকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডি-র (CID)। প্রথমবার জিজ্ঞাসাবাদের তথ্যের উপর ভিত্তি করে তদন্ত করা হচ্ছে। তবে এবার দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক দাবি করেছে সিআইডি। সিআইডি আধিকারিকদের দাবি, 'নীলাদ্রি কন্য়ার বক্তব্য ও তথ্য়ে ফারাক'।এমনকি তদন্তে অসহযোগীতা করছেন তিনি, বলেও অভিযোগ উঠেছে।
মূলত নীলাদ্রি কন্য়াকে পূর্বের তথ্যের উপর ভিত্তি করেই জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। এবং তাঁরা কল্যাণী এইমসে যান।মৈত্রী দানার থেকে জানতে চাওয়া হয় যে, ওনার চাকরির ক্ষেত্রে কোনওরকমভাবে কোনও সুপারিশ করা হয়েছিল কিনা ? কিংবা ওনার বাবা কল্যাণী এইমসে গিয়েছিলেন কিনা ? নীলাদ্রিশেখর দানার মেয়ে বলেছিলেন, বাবা কোনওদিন কল্যাণী এইমসে যাননি। তিনি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু দেখা যায়, বিজেপি বিধায়কের মেয়ে নম্বর পেয়েছিল ২০। শেষের দিকে নাম ছিল। এদিকে মৈত্রী দানা থেকে যারা অনেক বেশি নাম্বার পেয়েছেন, তাঁরা কিন্তু এই চাকরি পাননি। এটা কীভাবে সম্ভব হল, সেটার কোনও উত্তর পাওয়া যায়নি। এরপরেই সিআইডি সূত্রের দাবি, 'বাঁকুড়ায় বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানার বক্তব্যের সঙ্গে তথ্য়ের কোনও মিল নেই।' নিয়োগে 'দুর্নীতি', এমনই বিস্ফোরক দাবি জানিয়েছে সিআইডি। উল্লেখ্য, এবারের জিজ্ঞাসাবাদের সময় ভিডিওগ্রাফি করা হয়েছে।
আরও পড়ুন,'রাজনৈতিক উদ্দেশ্যে ইডি-কে ব্যবহার', সঞ্জয়ের বাড়িতে হানা দিতেই বিস্ফোরক সুজন
প্রসঙ্গত, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে এই মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে নোটিস পাঠিয়েছিল সিআইডি। সেই মতোই নীলাদ্রিশেখরের বাড়িতে বাঁকুড়ার সদর থানার পুলিশকে নিয়ে পৌঁছয় সিআইডি-র তদন্তকারী অফিসারেরা। দীর্ঘ দুই ঘন্টার এই জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক প্রশ্ন। কী করে কম নম্বর পেয়েও এই চাকরি হল মৈত্রেয়ীর ? চাকরির নিয়োগের সময় কী কী নথি জমা দিয়েছেন মৈত্রেয়ী, কীভাবে এই চাকরি হয়েছে, কত টাকা বেতন মিলছে, একের পর এক প্রশ্ন করেন সিআইডির আধিকারিকরা। মূলত কল্য়াণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগের জেরেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরের বাড়িতে আসেন তদন্তকারী অফিসারেরা। যদিও এই মামলায় ইতিমধ্যেই চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র অফিসারেরা। এদিকে এই তলবের পর রীতিমত হুমকিও দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, বলে অভিযোগ উঠে আসে।