পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের হাতির হানায় বিপুল ক্ষয়ক্ষতি বাঁকুড়ায়। গতকাল রাতে বাঁকুড়ার বেলবনি বিটের মাতলা গ্রামে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় তিনটি হাতি। হাতির হানায় গ্রামের চারটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির ফসল নষ্ট করেছে হাতিগুলি।
হাতির হানায় বিপুল ক্ষয়ক্ষতি: বাঁকুড়া জেলার বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়া উত্তর ও সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গল মিলিয়ে ৬৮ থেকে ৭০ টি হাতি রয়েছে। এরমধ্যে গতকাল রাতে তিনটি হাতি ঢুকে পড়ে বাঁকুড়া উত্তর রেঞ্জের অন্তর্গত মাতলা গ্রামে। গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে তাণ্ডব চালায়। দরজা ও দেওয়াল ভেঙে বাড়ির মধ্যে ধান নষ্ট হাতিগুলি। স্থানীয়দের দাবি, এলাকায় হাতির হানায় চারটি বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে গ্রাম ছাড়লেও লাগোয়া আলুর জমি তছনছ করে দেয় হাতিগুলি। স্থানীয়দের দাবি এক রাতেই তিনটি হাতির হানায় প্রায় ১০ থেকে ১২ বিঘে জমিতে আলু নষ্ট হয়েছে। স্থানীয়দের অভিযোগ গ্রামে হাতির হানার খবর বারবার বন দফতরে দেওয়া হলেও বন দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামাবাসীদের দাবি, ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দূরের জঙ্গলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক বন দফতর।
হাতির তাণ্ডব: মাসখানেক আগে মেটেলিতে (Meteli) শ্রমিক আবাসনে হামলা চালাল একটি হাতি (Elephant)। শুধু তা-ই নয়, ঘরের দেওয়াল ভেঙে ঢুকে সাবাড় করল খাদ্যদ্রব্য। নষ্ট করে দেয় ঘরের যাবতীয় আসবাবপত্র। আতঙ্কে বাড়ির লোক পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা চা বাগানের বাসা লাইনে। এর জেরে চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর,ঘটনার দিন রাত সাড়ে ১১টা নাগাদ সংলগ্ন চাপরামারী জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে এলাকায়। এলাকার মনি বিশ্বকর্মার আবাসে হামলা চালায় হাতিটি। বাড়িঘর গুঁড়িয়ে দেয়। রাত প্রায় ১টা নাগাদ খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা বাগানে এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠায়। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ দাবি করেছেন।বন দফতর সূত্রের খবর, বাগান কর্তৃপক্ষ ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। হাতির খবর পাওয়ার পরেই বনকর্মীরা এলাকায় যায়। বাগান কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Birbhum: বালি পাচার রুখতে তৎপরতা, ড্রোন উড়িয়ে চলল নজরদারি