নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) নতুন বছরের শুরুটা দারুণভাবে করেছেন। তবে হালে সীমিত ওভারের ক্রিকেটে কোহলি দারুণ পারফর্ম করলেও, লাল বলের ক্রিকেটে কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়কের ফর্ম নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ (IND vs AUS)। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। এই সিরিজের পারফরম্যান্সের ওপরেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর ভাগ্য নির্ভর করছে। স্বাভাবিকভাবেই সিরিজে ভারতের ভাল পারফরম্যান্সের জন্য কোহলির ফর্মে থাকাটা জরুরি।


ভাল পারফরম্যান্স জরুরি


প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মতে দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটবিশ্ব। ভারতের ভাল পারফরম্যান্সের জন্য বিরাট কোহলিকে এই সিরিজে ব্যাটিংয়ে সামান্য উন্নতি করতে হবে বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, 'শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ও (বিরাট) খুবই ভাল ব্যাটিং করেছে। তবে টেস্ট ক্রিকেটে ওর আরও উন্নতি করতে হবে, কারণ ভারতীয় দল ওর উপর নির্ভরশীল। আর কিছুদিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি সিরিজ শুরু হবে। দুই দলই খুব ভাল এবং এই দুই দলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলারও পূর্ণ সম্ভাবনা রয়েছে।'


ফাইনালের হাতছানি


বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অস্ট্রেলিয়া একে রয়েছে এবং ভারতীয় দল রয়েছে দ্বিতীয় স্থানে। অজিরা আসন্ন সিরিজে হোয়াইটওয়াশ হওয়া এড়াতে পারলেই তাঁরা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। অপরদিকে, ভারতীয় দল এই সিরিজে একটি বেশি ম্যাচ হারতে পারবে না। ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ৪-০, ৩-০ বা ৩-১ স্কোরলাইনে পরাজিত করতে পারলেও নিশ্চিতভাবে ফাইনালে পৌঁছে যাবে। তবে একাধিক ম্যাচ হারলে তখন তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার ম্য়াচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের। 


সাজঘরে ধোনি


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে। যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা।


হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোউ উদ্বেলিত হয় ধোনিকে দেখে।


আরও পড়ুন: রাহুল-আথিয়ার পর সাতপাকে বাঁধা পড়লেন আরেক ভারতীয় তারকা