পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পানীয় জলের (Drinking Water) সংযোগ আছে, অথচ কলে জল নেই। এই পরিস্থিতি বাঁকুড়া (Bankura) ২ নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রামের। আজ সেখানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা গেলে গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান। কারিগরি দফতরের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। 


পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে গ্রামবাংলায়! সেই উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দিল বাঁকুড়ার (Bankura) গ্রামে জলের দাবিতে ক্ষোভ-বিক্ষোভ! পানীয় জল নিয়ে দীর্ঘদিনের হাহাকার বাঁকুড়া (Bankura) ২ নম্বর ব্লকে পুরন্দরপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, ১ বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে, বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়া হয়েছিল। 


কিন্তু ১০ দিন কাটতে না কাটতেই সেই পরিষেবা বন্ধ হয়ে যায়! এই নিয়ে সরকারি দফতরে বারবার দরবার করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ! এই প্রেক্ষাপটে শুক্রবার গ্রামে যান জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা। 


গ্রামবাসীদের দাবি, সরকারি অফিসাররা গ্রামে ঢোকার মিনিট দশেক আগে ফের কলে জল আসে! তবে ক্ষীণ ধারা! এই অবস্থায় আধিকারিকরা তড়িঘড়ি ফিরে যান।  বাঁকুড়া  পুরন্দরপুরের সঞ্জয় ভুঁই নামে এক গ্রামবাসীর কথায়, আমরা তো সোনাদানা চাইছি না। আমাদের কল দিয়ে গেছে, জলের ব্যবস্থা করে দিক। আজ আমাদের ক্ষোভের কথা বললাম।


প্রশাসনিক স্তরে অবশ্য দ্রুত জল সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বাঁকুড়ার জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক সুজয় বাগচী বলছেন, সমস্যা একটা আছে। টেকনিক্যাল বিষয়টা আমরা দেখছি। কিছু জায়গায় হয়ত অপচয় হচ্ছে, তাই জল যাচ্ছে না। আমরা জল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে কি পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে বাঁকুড়ার এই গ্রামে? অপেক্ষায় আছেন গ্রামবাসীরা। 


কলে জল নেওয়াকে ঘিরে অশান্তি: মেটিয়াবুরুজে রাজাবাগান থানা এলাকায় মিঠা তালাও লেনে কলে জল নেওয়াকে ঘিরে অশান্তি। দুই ব্যক্তির বিবাদকে কেন্দ্র করে মারামারি। অভিযোগ, একজন ধারাল কিছু দিয়ে গলায় আঘাত করে আরেকজনকে। মহম্মদ আশফাক নামে আহত ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক নাসিম খানকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারি, হামলার ছবি ধরে পড়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরায়। 


সম্প্রতি জমি (land) নিয়ে বিবাদের (controversy) জেরে এক ব্যক্তিকে খুনের (murder) চেষ্টার (attempt) অভিযোগ ওঠে আত্মীয়দের (relative) বিরুদ্ধে। মুর্শিদাবাদ (murshidabad) জেলার বড়ঞা এলাকার ঘটনা। হামলার মুহূর্তও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তবে ফুটেজটির সত্যতা আলাদা ভাবে যাচাই করেনি এবিপি আনন্দ।