পূর্ণেন্দু সিংহ, ছাতনা : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়ল বেপরোয়া গতির লরি। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত আরও এক। দীর্ঘক্ষণ পরে পুলিশ পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে অবরোধ শুরু করেন। পরে ছাতনা থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ছাতনা থানার সনপুরা এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে একটি লরি বাঁকুড়ার দিক থেকে বেপরোয়া গতিতে শালতোড়ার দিকে যাচ্ছিল। সনপুরা মোড়ের কাছাকাছি আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রাস্তার ধারের একটি অস্থায়ী দোকানে। দোকানে সেই সময় জিনিস কিনছিলেন স্থানীয় একটি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিক দুর্গাদাস মুর্মু। লরিটি তাঁকে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরির ধাক্কায় গুরুতর আহত হন দোকানের মালিক পুতুল পরামানিক। আহত মহিলাকে প্রথমে জোড়হিড়া স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


দুর্ঘটনার পর এলাকার মানুষ মৃতদেহ ফেলে রেখে বাঁকুড়া-শালতোড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ মৃতদেহ উদ্ধার ও অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে ছাতনা থানার পুলিশ মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। লরিটিকে ছাতনা থানার পুলিশ আটক করেছে। 


গত বছর পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমারে (Nandakumar) একই রকম মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident) প্রাণ কাড়ে দুজনের। জানা যায়,  নন্দকুমার থানা এলাকায় ৪১ নম্বর নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়ার কাছে এই পথ দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি  আহত হয় আরও ২ জন।


স্থানীয় সূত্রের জানা যায়, নন্দকুমারে ৪১ নম্বর জাতীয় সড়কে হাঁসগেড়িয়ার কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলে দুই জন মারা যায় এবং আহত দুই জনকে তমলুক জেলা হাসপাতালে আনা হয়।


দিনকয়েক আগে, ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বর্ধমান-বাঁকুড়া রোডের খন্ডঘোষে। দুর্ঘটনায় জখম হয় ১ জন।


আরও পড়ুন ; ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ খন্ডঘোষে, জখম ১