পূর্ণেন্দ সিংহ, বাঁকুড়া: রাজ্যে জুড়ে বিভিন্ন জায়গা মেয়েদের ওপর নির্যাতন ও তাঁদের উত্যক্ত করার ঘটনা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন জায়গা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকালে নারী নির্যাতন ওই ঘটনা বৃদ্ধির পাওয়া জন্য কী ব্যবস্থা নিচ্ছেন তিনি। পুলিশই বা এই ধরনের ঘটনা আটকানোর জন্য কী ব্যবস্থা নিচ্ছেন?
এই পরিস্থিতিতে নিজেদের কর্তব্য পালনে তৎপর হতে দেখা গেল বাঁকুড়া পুলিশ (Bankura Police) আধিকারিকদের। কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক মদ্যপ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট টিউশান থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন ছাত্রীকে উত্যক্ত করা ও তাড়া করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার হেভির মোড় এলাকায়। ওই ঘটনার প্রতিবাদে, অভিযুক্তকে গ্রেফতার ও ওই জায়গায় থাকা লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকান তুলে দেওয়ার দাবিতে পথ অবরোধ করেন ওই এলাকার মানুষ।
অবরোধকারীদের দাবি, ওই মদের দোকানের পাশ দিয়েই রাস্তা। রাস্তা দিয়ে যাতায়াতকারী ছাত্রী থেকে মহিলা প্রত্যেককেই উত্যক্ত করে বেশ কয়েক জন মদ্যপ যুবক। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কাজ হয়নি। শনিবার কয়েক জন ছাত্রীর সঙ্গে একই ঘটনা ঘটে। আর তারই প্রতিবাদে এলাকার বাসিন্দারা পথ অবরোধ বলে তাঁরা জানান।
পরে খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। পুলিশের পক্ষ থেকে সিসিটিভির সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানানো হয়েছে। তার ভিত্তিতে এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করেছে বাঁকুড়া মহিলা থানা। শনিবার বাঁকুড়া জেলার আদালতে ধৃতদের তোলা হলে তাদের ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। পাশাপাশি অন্য অভিযুক্তদেরও যাতে তাড়াতাড়ি গ্রেফতার করা যায়। তার দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।