পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রবিবার রামনবমী (Ram Nabami)। তাকে ঘিরে বাঁকুড়া জেলায় গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। রামনবমীতে হিন্দুদের পথে নামার ডাক দিয়ে বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁধারথোল গ্রামে বাড়ি বাড়ি প্রচার করল বিজেপি। রামচন্দ্রের ছবি হাতে নিয়ে, খালি পায়ে, খোল-করতাল সহযোগে বিজেপির তরফে ওই মিছিল করা হয়। ছিলেন দলের জেলা কমিটির সদস্য। এলাকার মহিলারা শঙ্খধ্বনি করে মিছিলকে স্বাগত জানান। রবিবার রামনবমীর দিন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ওই মিছিল সফল করার আহ্বান জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে বাঁকুড়া শহরের রানিগঞ্জ মোড় এলাকায় পতাকা লাগানো হয়েছে।
হিন্দুদের পথে নামার ডাক বাঁকুড়ায়: আগামী ৬ এপ্রিল বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে 'ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা'য় সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বাঁকুড়া-১ ব্লকের আঁধারথোল গ্রামে খোল-করতাল সহযোগে ওই মিছিল ও বাড়ি বাড়ি প্রচারের নেতৃত্বে ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ। বিজেপির ওই মিছিলকে শঙ্খধ্বনীর মাধ্যমে স্বাগত জানাতে দেখা যায় ওই এলাকার মহিলাদের। পাশাপাশি বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় এলাকায় ওই দিনের মিছিল সফল করার আহ্বান জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে তাদের পতাকা লাগানো হয়।
বিজেপির বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত হিন্দুদের এক হওয়ার ডাক দিয়েছেন। তিনি বলেন, "রাম সবার, তৃণমূল সমর্থকরাও রাম নবমীর মিছিলে আসুন।'' একই সঙ্গে 'হিন্দুদের সামনে মহা বিপদ' দাবি করে '২৬ এর নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।
রামনবমীর আগে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধে ফুটছে বঙ্গ রাজনীতি। তৃণমৃলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙ্গর বলেন, "ওই দল 'উন্নয়নের কথা না বলে রাম, বিজেপি পদ্ম ফুল এসব করছে। বাঁকুড়ার মানুষ আগেই ওদের সাংসদকে বিদায় জানিয়েছে। এবার বিধায়ককেও গর্তে ঢুকিয়ে দেবে। তবে আমরা হিন্দু হিসেবে মনে করি, রামের সাথে বিজেপির কোন সম্পর্ক থাকা উচিৎ না। যা হচ্ছে তা ধর্মের নামে কলঙ্ক।'' ওরা 'ভয় পেয়েই' এসব করছে বলে তিনি দাবি করেন।