পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : চাকরি-বিক্রিতে (Recruitment Scam) জড়িত দলের অনেক নেতাই। বিস্ফোরক অভিযোগ করলেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা (TMC Leader)। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রার্থীপদও বিক্রি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। অস্বস্তি ঢাকতে দলের নেতাকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। 


নেতার কাঠগড়ায় দল !


চাকরি-চুরি, নিয়োগ দুর্নীতি, একের পর এক অভিযোগ উঠছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। তার মধ্যেই এবার দুর্নীতি ইস্যুতে সরাসরি দলের নেতাদের একাংশকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা। বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তৃণমূল নেতা প্রদীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, চাকরি-বিক্রিতে জড়িত দলের অনেক নেতা। এমনকী, পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ পাইয়ে দিতেও টাকা নিচ্ছেন অঞ্চল সভাপতিরা। শুধু তাই নয়, প্রধানের সঙ্গে যোগসাজশে পঞ্চায়েতের টাকা লুঠ করছেন পঞ্চায়েত আধিকারিকরা।


ঠিক কী বলেছেন ?


তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) বলেছেন, 'কেউ ঘর দিয়েছে। কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। কেউ গরিব মানুষকে বলেছে ২০ হাজার টাকা করে যেগুলো আমরা দিয়েছি এসসি-এসটিদের, তাদের কাছ থেকে ২ হাজার-৩ হাজার করে নিয়েছে। আমার দলের নেতা-নেত্রীরা।' যেখানে না থেমে তিনি আরও বলেছেন, 'টিকিটের জন্য আগামীদিনে অঞ্চল সভাপতিরা কোথায় কার কাছ থেকে টাকা নিয়েছে বলে দেব। প্রধানদের অন্ধকারে রেখে, ওই চা-বিস্কুটের পয়সা দিয়ে আধিকারিকরা লুঠপাট করছে।'


রাজনৈতিক তরজা


তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে প্রকট হয়েছে শাসকদলের ঘরোয়া কোন্দল। পঞ্চায়েত ভোটের আগে এই বিবাদকেই হাতিয়ার করেছে বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেছেন, 'প্রতিটি পঞ্চায়েত সমিতির এমএস, ইঞ্জিনিয়ার, এদের মাধ্যমেই তৃণমূলের চোর-চোট্টাদের বাড়বাড়ন্ত হয়েছে'। পাল্টা তৃণমূল নেতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে শাসক দলের ওন্দা ব্লক ব্লক সভাপতি উত্তম বিট বলেছেন, 'উনি টিকিট পাননি বলে এ কথা বলছেন তাও হতে পারে, প্রার্থীর লিস্টে ওনার নাম আছে কিনা তাও আমরা বলতে পারছি না।' দলের নেতার দুর্নীতি-মন্তব্য নিয়ে তৃণমূল যতই সাফাই দিক, তার সুযোগ নিতে ওন্দায় মাঠে নেমেছে বিজেপি (BJP)। গোটা বিষয়ের রেশ আগামী পঞ্চায়েত ভোটের ভোটবাক্সে কতটা পড়ে, সেটাই দেখার।


আরও পড়ুন- 'ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন সওকত মোল্লা'! থানায় অভিযোগ ফুরফুরার পিরজাদার