পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের ট্রেনে আগুন আতঙ্ক (Train Fire)। রাঁচিমুখী ট্রেনের কামরা থেকে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে জানানো হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসেন ইঞ্জিনিয়াররা। ধোঁয়ার উৎসস্থল খুঁজতে পরীক্ষা করা হয়।
ফের চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক: যাত্রীবাহী ট্রেনে আগুন আতঙ্ক। এদিন সকাল ৬ টা ৫০ মিনিট নাগাদ খড়্গপুর-রাঁচি ফাস্ট প্যসেঞ্জার খড়গপুর দিক থেকে রাঁচি যাচ্ছিল। যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনে এসে থামতেই যাত্রীরা লক্ষ্য করেন ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনা হয়। ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ ও রেলের ইঞ্জিনিয়াররা ছুটে আসেন। ধোঁয়ার উৎস কোথায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ট্রেনটিকে দীর্ঘক্ষণ বাঁকুড়া স্টেশনেই দাঁড় করিয়ে রাখা হয়।
এর আগে গত ৩১ জুলাই দার্জিলিঙের ফাঁসিদেওয়ায় লাইনচ্যুত হয় মালগাড়ির ২টি কন্টেনার। দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ। রেল সূত্রে খবর, নুমালিগড় তৈল শোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। সেই সময়ই মাঝের ২টি কন্টেনার লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাঙাপানি পাঁচ নম্বর গেট। দেখা দেয় যানজট। মালগাড়ির পিছনের অংশ মেই লাইনের ওপর থাকায় ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। স্থানীয় এক বাসিন্দা বলেন, "ঢোকার সময় একটা চাকা লাইন থেকে সরে গেছে। তার জন্য অসুবিধা হচ্ছে। এই এখন পিছনে ইঞ্জিন লাগিয়ে টানল। এখন রাস্তা খুলল। আধা ঘণ্টা হয়ে গেল প্রায়। অসুবিধা হচ্ছে লোকের অনেক। মেডিক্যালে যেতে রাস্তা পুরো বন্ধ ছিল আধা ঘণ্টা।'' ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনের পিছন দিকের কন্টেনারগুলি খুলে লাইন পরিষ্কার করে দেওয়া হয়। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। বার বার দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, "আজ (বুধবার) আর একটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের একই ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায়। যেখানে মাত্র ৬ সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল! যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: 'আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি' লাভলির মন্তব্যে অভিযোগ দায়ের সায়নের