কলকাতা: আর জি কর-কাণ্ডে জোরাল প্রতিবাদের মধ্যেই বদলার হুমকি লাভলি মৈত্রর। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী ও বাম ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্য়ায়।
অভিযোগ দায়ের সায়নের: সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে বলতে শোনা যায়, 'বদল তো ২০১১-তে হয়েছিল, ২০২৪-এ বদলাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি।' আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের কসাইয়ের সঙ্গেও তুলনা করেন তিনি। এবার লাভলি মৈত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন আইনজীবী ও বাম ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্য়ায়।
আর জি কর কাণ্ডে যখন প্রতিবাদের স্বর রোজই জোরালো হচ্ছে, তখন তৃণমূলের তরফে বাড়ছে হুমকিও। গতকাল সরাসরি হুমকি দেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। দলনেত্রীর মন্তব্য়ের সূত্র ধরে এবার সিপিএমকে হুঁশিয়ারি দেন সোনারপুরের তৃণমূল বিধায়ক। গতকাল তিনি বলেন, "সিপিএম সায়ন-সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে ২০২৪-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো ২০১১-তে হয়েছিল, ২০২৪-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি। আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই।''
তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর নিশানায় চিকিৎসকরাও। সোনারপুর দক্ষিণের বিধায়ক বলেন, "কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandip Ghosh Arrest: এই লোকটাকে আমাদের রাজ্য সরকারই বের করে দিতে পারত: কৌশিক সেন