পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করার দাবিতে ও জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদে রাজ্যপালের সামনে সরব হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে যোগ দেন সিভি আনন্দ বোস (C V Anand Bose)। রাজ্যপাল ঢোকার সময় বিশ্ববিদ্যালয়ের গেটে বাইরে তাঁকে স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখায় ছাত্র-ছাত্রীদের একাংশ। যা নিয়ে শুরু হয়েছে তরজা।
মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি: মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে বিধানসভায় বিল পাস করেছে তৃণমূল সরকার। জগদীপ ধনখড়ের জমানায় বিধানসভায় পাস হওয়া সেই বিলে এখনও সই করেননি বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করার দাবিতে সরব হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ। পাশাপাশি জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদও জানান তাঁরা।
শুক্রবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে দাঁড়িয়েছল ছাত্র-ছাত্রীদের একাংশ। এমনকি ভিতরে মুখ্যমন্ত্রীর ছবি সহ ব্যানার টাঙানো হয়। সমালোচনায় সরব ABVP-SFI । জেলার এবিভিপি নেতা সনুপ পাত্র বলেন, “রাস্তায় যারা প্ল্যাকার্ড দেখাচ্ছে এরা সাধারণ কোনও ছাত্র-ছাত্রী নয়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেই প্ল্যাকার্ড দেখানো হয়েছে। যে কোনও ভাল জিনিসের বিরোধিতা করে তৃণমূল ছাত্র পরিষদ। সাধারণ ছাত্র ছাত্রীরা জাতীয় শিক্ষা নীতির পক্ষে আছে।’’ জেলার এসএফআই সভাপতি অনির্বাণ গোস্বামী বলেন, “মুখ্যমন্ত্রীকে আচার্য করতে হবে এই দাবির বিরোধিতা করছি এবং রাজ্যপালও প্রধানমন্ত্রীকে আচার্য পদ থেকে সরিয়ে দেওযা হলে শিক্ষা বেঁচে যাবে। জন সাধারণের মধ্যে থেকে শিক্ষা অনুরাগী মানুষ আচার্য হোন। তাহলে শিক্ষা বাঁচবে।’’পাল্টা জবাব দিয়েছে TMCP।জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু বলেন, “আমাদের কোনও কর্মসূচি নয়। বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা এসেছিল যাতে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হয় এবং যাতে ছাত্র স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষা নীতি লাগু না করা হয়।’’
এদিন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ের সভাপতিত্ব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভায় পাস হওয়া আচার্য বিল নিয়ে তাৎপর্য মন্তব্য করেন তিনি। কৃতী ছাত্র-ছাত্রীদের জন্য এদিন পুরস্করের ঘোষণাও করেন রাজ্যপাল। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পর অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন সিভি আনন্দ বোস। এদিকে, কেরলে দুর্ঘটনায় রাজ্যের শ্রমিকের মৃত্যু নিয়ে খোঁজখবর নেন রাজ্যপাল। মৃতের দেহ পরিবারের হাতে তুলে দিতে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?