কলকাতা: বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে প্রশাসন। অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ৬টি রেস্তোরাঁ। মূলত অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পর বন্ধ করে দেওয়া হয়েছে ৬টি রেস্তোরাঁ।

আরও পড়ুন, পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় জোরালো হচ্ছে পাক-যোগ ! 'পাকিস্তানে বসেই হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা ..'?

মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'ইমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ কঠোর।' বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেছেন, 'হাইড্রলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দিঘাতে ছুটি কাটাচ্ছিল।' কেউ ঘুমের মধ্য়ে কেউ বা কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েছিলেন মৃত্য়ুর কোলে। মঙ্গলবার রাতে, মহানগরের বুকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন। অকালে চলে গেল ১৪টা তরতাজা প্রাণ । কিন্তু কার ভুলে এতবড় দুর্ঘটনা? দায় কার? এতগুলো প্রাণ চলে যাওয়ার দায় কি কেউ নেবে? 

শুক্রবার ঘটনাস্থলে যান মুখ্য়মন্ত্রী। গোটা ঘটনায় কার্যত হোটেল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, এই হোটেল কোন সালে তৈরি? ১৯৮৯-এ। আমি দেখছি পাইপ আছে, দমকলের জল যাওয়ার। কিন্তু জল নেই।  আমরা ঘরের মধ্য়ে প্লাস্টিক ঢুকিয়ে রেখে দিই গাদাগাদা। রাসায়নিক ঢুকিয়ে রেখে দিই। কেন বসবাসের জায়গায় রাসায়নিক থাকবে? কেন থাকার জায়গায় প্লাস্টিক থাকবে? তা থেকেই তো আগুন লাগে।

পুরসভার নাকের ডগায় দমকলের সদর দফতর সামান্য় দূরে জোড়াসাঁকো থানার কাছেই... এত বড় হোটেলের ব্য়বসা । সেখানে বেআইনি নির্মাণ হচ্ছিল । কোনও খবর ছিল না প্রশাসনের কাছে?দীর্ঘদিন ধরে হোটেলে ফায়ার সেফটি সিস্টেম অকেজো... ৩ বছর ধরে দমকলের ছাড়পত্র নেই... কোনও ইনসপেকশন করেনি দমকল দফতর? বিরোধীরা বলছে, এই ব্য়বস্থাটা যদি আগে নেওয়া হত। আগে ইন্সপেকশন করা হত। তা হলে অকালে ১৪টা প্রাণকে চলে যেতে হত না।' বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, দমকল বলছে পুরসভার দায়। পুরসভা বলছে পুলিশের দায়। যাদের ঘর থেকে যায়, শুধু তাদেরই যায়। আবগারি, দমকল, পুলিশ, কেএমসি সবাই জড়িত। পুরো আঁতাঁত। নিয়ম, সেখানকার রেজিস্ট্রার নিয়মিত পুলিশকে ফলো করতে হবে। আপনি বিশ্বাস করেন এই কথাগুলো? এগুলো সব নাটক।'

 দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, 'মুখ্য়মন্ত্রী বলেছেন তদন্ত হবে। যার দোষ, সে শাস্তি পাবে। এখন কে কী বলল, একটা রাজনীতি মৃত্য়ুকে কেন্দ্র করে করতে চায় না। এরকম ঘটনা বহু রাজ্য়ে হয়েছে। আমি সেগুলোর কথা উল্লেখ করছি না। গুজরাতে যখন একটা স্কুলে আগুনে ২৫টা বাচ্চা মারা গেছিল, এই সব নিয়ে রাজনীতি করার কথা না।' বড়বাজারের অগ্নিকাণ্ডে ধৃত হোটেল মালিক ও ম্য়ানেজারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।