আবির দত্ত, কলকাতা : বরানগর শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রী'র বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আক্রান্তের স্ত্রী-সহ ৪ জনকে। গত ২১ নভেম্বর, বরানগরের নর্দার্ন পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান ওই ব্যক্তি। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার আক্রান্তের স্ত্রী ও তাঁর প্রেমিক-সহ মোট ৪ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রেখা মজুমদার, প্রদীপ দে, সুশান্ত আদক ও মহম্মদ শামিম লস্কর। পুলিশ সূত্রে খবর, রেখা মজুমদারের সঙ্গে প্রদীপ দে-র বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রেমিকার স্বামীকে খুনের সুপারি দেন প্রদীপ দে, পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। সুশান্ত আদক ও মহম্মদ শামিমকে খুনের সুপারি দেওয়া হয়েছিল, পুলিশ সূত্রের দাবি এমনটাই। অভিযুক্তদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। 

Continues below advertisement

বরানগরে শ্য়ুটআউট। বাড়ির কাছেই এক ব্য়ক্তিকে লক্ষ্য় করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল গত ২১ নভেম্বর। সিসি ক্য়ামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভোরবেলা ওই ব্যক্তি বাড়ির সামনেই বেরিয়েছিলেন ময়লা ফেলতে। ফেরার পথেই আচমকা ছুটে আসে গুলি। কোনওমতে মাথা নিচু করায় শেষরক্ষা হয়েছিল। চলতি সপ্তাহের শুক্রবার ভোরে বাড়ির সামনে দুষ্কৃতীদের টার্গেট হন বরানগরের নর্দান পার্কের বাসিন্দা বিকাশ মজুমদার। পেশায় তিনি পরিবহণ দফতরের কর্মী। এলাকার বিভিন্ন সিসি ক্য়ামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে মামলাও রুজু হয়। প্রাথমিক ভাবে দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি। জনবহুল এলাকায় কারা এমন কাণ্ড ঘটাল, তারা কোথায় পালাল এই নিয়ে উঠছিল প্রশ্ন। জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্তরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

ঘটনার দিন বাইকে করে এসেছিল ২ জন দুষ্কৃতী। গুলির ছোড়ার পর তা কেন লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, আগ্নেয়াস্ত্রে কি কোনও ত্রুটি ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত ২১ নভেম্বরের এই ঘটনার পর থেকেই আক্রান্ত বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদারকে টানা জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। সেই সময় জানা যায় মেটিয়াবুরুজের বাসিন্দা প্রদীপ দে- র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে রেখা মজুমদারের। বরানগরের বাসিন্দা বিকাশকে সরিয়ে দিতেই প্ল্যান করে রেখা এবং প্রদীপ। পুলিশ সূত্রে খবর, প্রদীপের সূত্রেই প্রথমে সুশান্ত আদক এবং তারপর মহম্মদ শামিমের সঙ্গে আলাপ হয় রেখারও। এরপর বিকাশকে আক্রমণ করার পরিকল্পনা করা হয়। 

Continues below advertisement