সমীরণ পাল, বারাসাত: বারাসাত মেডিক্যাল কলেজ (Barasat Medical College) চত্বর জুড়ে দুই বিতর্কিত চিকিৎসক অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে স্বাগত জানিয়ে পড়ল পোস্টার। কলেজের বার্ষিক অনুষ্ঠানের আগেই এনিয়ে তৈরি হল বিতর্ক। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর, বিভিন্ন সরকারি মেডিক্য়াল কলেজ থেকে সামনে এসেছিল থ্রেট কালচারের অভিযোগ। বারবার সামনে এসেছিল দুটো নাম, অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। এবার বারাসাত মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠানের পোস্টারে তাঁদের ছবি ও সেই সঙ্গে লেখা স্লোগান ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেই দিনেই, বারাসাত মেডিক্যাল কলেজে আয়োজন করা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তার প্রচারে বারাসাত জুড়ে যে পোস্টার দেওয়া হয়, তাতে ছিল দুই বিতর্কিত চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের ছবি। পোস্টারে লেখা ছিল, 'দাদা ইজ ব্যাক।'                                

এই অভীক-বিরূপাক্ষর বিরুদ্ধে রাজ্যের একাধিক মেডিক্য়াল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছিল। গত সেপ্টেম্বর মাসে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যদিও ৪ মাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন হয় অভীক দে-র। বিরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে দাবি করে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের। সেই দুই বিতর্কিত চিকিৎসকের ছবি দিয়ে, দাদা ইস ব্য়াক লেখা পোস্টার! এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সূত্রের খবর, এনিয়ে বিতর্ক তৈরি হতেই পোস্টার সরিয়ে দেওয়া হয়। বারাসাত মেডিক্য়াল কলেজের এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে, প্রধান অতিথি হিসাবে নাম ছিল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। সূত্রের খবর, তাঁর অনুমতি না নিয়েই, আমন্ত্রণপত্রে তাঁর নাম দেওয়া হয় বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেন বারাসাতের তৃণমূল সাংসদ। বিতর্কের এই আবহে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট সদস্য় অনিকেত মাহাতো বলেন, "আমরা যে দাদা, থ্রেট কালচারের কথা বলেছিলাম। প্রমাণ হল। আমরা তো বলেছিলাম। মুখ্য়মন্ত্রী তো কিছু বললেন না।''


আরও পড়ুন: Madhyamik Exam 2025: বাজেয়াপ্ত ফোন, বাতিল হল পরীক্ষা; মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের