সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাতে (Barasat) ফুটবল টুর্নামেন্টের (Football Tournament) নাম করে ব্যবসায়ী ও স্থানীয়দের থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। কটাক্ষ করেছে বিজেপি।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল। তার মধ্যেই উত্তর ২৪ পরগনার বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নাম করে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে একটি ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট ও রক্তদান শিবিরের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে নেতা-মন্ত্রীদের থাকার কথা।
অভিযোগ, এই অনুষ্ঠানের নাম করে স্থানীয় বাসিন্দা ও খড়িবাড়ি মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি মান্নান আলি। টাকা দিতে রাজি না হলে, মারধর ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন, 'সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, প্রতিদিন এক কথা শুনছি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে', জানালেন পার্থ
কীর্তিপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মান্নান আলি বলেন, "কারও থেকে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে না বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা দোষ দিচ্ছে।" স্থানীয় বাসিন্দারা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এ প্রসঙ্গে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "গোটা রাজ্য জুড়ে তৃণমূলের তোলাবাজি চলছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পুলিশকে জানিয়ে কোন সুরাহা না পেয়ে বাধ্য হয়ে জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন। বিজেপির পক্ষ থেকে ধিক্কার জানাই।"
তবে বারাসাতের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলেন, "কিছু জানি না এবিষয়ে। অভিযোগ জমা হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেব।"
শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, একাধিক দুর্নীতির মামলা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তার মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে অস্বস্তিতে শাসক দল।