সমীরণ পাল, বারাসাত: পথ নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলেন বারাসাত পুরসভা (Barasat Municipality) নিযুক্ত মহিলা ট্রাফিক কর্মী। গতকাল হৃদয়পুর স্টেশন লাগোয়া রেল গেটে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন ওই মহিলা। অভিযোগ, সিগনাল ভাঙায় এক গাড়ি চালকের সঙ্গে তাঁর বচসা বাধে। সেইসময় ওই চালক মহিলা ট্রাফিক কর্মীকে গালিগালাজ করেন। এরপর মহিলা ট্রাফিক কর্মীর বাড়িতে চড়াও হন ওই গাড়ি চালক। মহিলার স্বামীকে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুরসভা নিযুক্ত মহিলা ট্রাফিক কর্মীও। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত অধরা।
আক্রান্ত ট্রাফিক কর্মী: হৃদয়পুরের কোড়ার বাসিন্দা সোনিয়া বিবি। মঙ্গলবার সকালে হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছের রাস্তায় পথ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ সময় একটি গাড়ি সিগনাল ভেঙে আচমকা ঢুকে যায়। গাড়ি চালককে সোনিয়া বিবি সরে যেতে বলায় তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করে। অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি দেয় গাড়ির চালক কুতুবউদ্দিন।
এখানেই শেষ নয়। অভিযোগ ওই ব্যক্তি চড়াও হয় মহিলা ট্রাফিক কর্মীর বাড়িতেও। ডিউটি সেরে বাড়ি ফেরার পর সোনিয়া বিবির বাড়িতে ভাইপো রাকিবউদ্দিনকে নিয়ে হাজির হন কুতুবুদ্দিন। অভিযোগ সোনিয়া বিবি স্বামী রহমত আলি মণ্ডলকে মারধর করে। স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরে শিকার হন সোনিয়া বিবিও। রহমত আলি মণ্ডলের চোখে মাথায় ও বুকে আঘাত লাগে। বর্তমানে তিনি বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পথ নিরাপত্তা থাকায় বারাসাত পুরসভার সদস্যদের দাবি, নিরাপত্তা সামলানোর সময় নিয়ম মেনে রাস্তায় দাঁড়াতে বললে বা গতি নিয়ন্ত্রণ করতে বললে ইদানিং গাড়ির চালকরা অস্রাব্য গালিগালাজ, মারধর, এমনকী পিষে দেওয়ারও হুমকি দিয়ে থাকে। বেশ কয়েকবার মারধরের ঘটনাও ঘটেছে। এদিন পুরসভার মহিলা কর্মীর গায়ে হাত দেওয়ায় নড়ে চড়ে বসে বারাসাত পুরসভার পথ নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। বারাসত পুরসভা ও মধ্যমগ্রাম থানায় তারা বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেছেন। তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar News: তালিকায় ৩৪ নম্বরে আর জি কর মামলা, সুপ্রিম কোর্টে কখন শুরু হবে শুনানি?