সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জামিন মিলতেই CC ক্যামেরার ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। বাড়িওয়ালার দাবিমতো টাকা না দেওয়াতেই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। ঘর ছাড়তে বলায় অনির্বাণই ৩ লক্ষ টাকা চেয়েছিলেন। পাল্টা অভিযোগ তুলেছেন বাড়িওয়ালা।


আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি বাড়িওয়ালাকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে এবার ভিডিও সামনে এনে নিজেকে নির্দোষ দাবি করলেন তৃণমূল নেতা ও D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তাঁর দেওয়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে কালো জামা পরা এক ব্যক্তিকে দোকান থেকে বার করে দিচ্ছেন অনির্বাণ।


তারপরই আচমকা ওই ব্যক্তি সজোরে ধাক্কা মারেন তৃণমূল নেতাকে। পাল্টা ধাক্কা দেন অনির্বাণ। এরপর নিরাপত্তারক্ষী এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। D বাপি বিরিয়ানির কর্ণধারের দাবি, কালো জামা পরা ওই ব্যক্তিই বাড়িওয়ালা। মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর একটি গুদামঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগ, ১১ মাসের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না। ঘর খালি করতে বলায় মারধর ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেন অনির্বাণ।


বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে অনির্বাণ দাসকে গ্রেফতার করে পুলিশ। জামিন পাওয়ার পর এবার বাড়িওয়ালার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুললেন তৃণমূল নেতা। তিনি বলেন, 'আমার থেকে দেড় লাখ টাকা চেয়েছে দিইনি বলে হামলা করেছে। ভিডিও দেখুন ওকে কেউ মারেনি। ওই উল্টে আমাকে ধাক্কা দিয়েছে। আমার নিরাপত্তারক্ষী সরিয়েছে। মারধর কেউ করেনি।' 


গুদামঘরের মালিক ও অভিযোগকারী বিশ্বজিৎ দত্ত বলেন, 'ও ঘর খালি করছিল না। এখনও ইলেকট্রিক বিল দেয়নি। উল্টে আমার থেকে ৩ লক্ষ টাকা চেয়েছিল।' দোকানে ঢুকে হুমকি দেওয়ার এই ভিডিও-ও সামনে এনেছেন উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অনির্বাণ দাস। 


বাড়িওয়ালাকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও D বাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাসকে বুধবার গ্রেফতার করে মধ্যমগ্রাম থানা। কিন্তু কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ। উদ্ধার করতে পারেনি আগ্নেয়াস্ত্রও। যার জেরে বৃহস্পতিবারই জামিনে ছাড়া পেয়ে যান তৃণমূল নেতা। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে