শান্তনু নস্কর, দক্ষিণ ২৪পরগনাঃ বাসন্তীর খেরিয়াতে বালতি ভর্তি বোমা (Bomb Rescue) উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।চটের ব্যাগ সরাতে বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় (Basanti Police Station) খবর দেওয়া হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসেন সিআইডি-র অফিসারেরা। সম্প্রতি রাজ্যে বোমা উদ্ধার ইস্যুতে পানিহানির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC Leader Madan Mitra) বলেন, 'দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথের পুজোও গেল, একটু বোমা-গুলি না থাকলে তো..সরকার দেখছে।'
আরও পড়ুন,এইমসে বেআইনি নিয়োগ ! আজই বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খেরিয়া গ্রামে আফতাব উদ্দিন শেখ নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে বালতি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ সকালে বাড়ির সামনে একটি বালতিতে একটি চটের ব্যাগ ঢাকা অবস্থায় দেখতে পায় আফতাবের পরিবারের সদস্যরা। চটের ব্যাগ সরাতে বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই বালতি ভর্তি বোমা উদ্ধার করে।বোমাগুলি নিষ্ক্রিয় করতে সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই বালতি ভর্তি বোমা রেখে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ।
সম্প্রতি পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। এমনকি তিনি বলেন, 'ভাটাপাড়াতেও আর বোমা পড়বে না।' কারণ ভোটের আগে থেকে একাধিকবার বোম পড়ার ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। ভাড়াবাড়ির নিচতলা থেকেও বোমার স্টক প্রকাশ্যে এসেছে। বাংলার বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভাটপাড়াতে আর বোমার আওয়াজ শুনতে পাওয়া যাবে না, বলেই এদিন হাসি মুখে কঠিন প্রতিশ্রুতি দিলেন মদন মিত্র। আরও তারপর পরেই বাসন্তীর খেরিয়াতে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে।
বিস্তারিত আসছে...