কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: উপনির্বাচনের আগে আসানসোলে দলবদল। তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও এক নির্দল কাউন্সিলর। তৃণমূলে ফিরেছেন পুরভোটে পরাজিত এক নির্দল প্রার্থী ও তাঁর স্বামীও। এ’নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 


জেলা সভাপতিই জানেন না। অথচ, লোকসভা উপনির্বাচনের মুখে। কংগ্রেস ও এক নির্দল কাউন্সিলরকে দলে নিল তৃণমূল। তৃণমূলে ফিরেছেন পুরভোটে পরাজিত এক নির্দল প্রার্থীও। বৃহস্পতিবার, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন আসানসোলের ৫৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর জাকির হোসেন।


৬৭ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর টুম্পা চৌধুরী-সহ বেশ কয়েকজন। আগে তৃণমূলে থাকলেও, পুরভোটের মুখে টিকিট না পেয়ে, ১০৫ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন আফসানা খাতুন। এদিন, তিনি সপরিবারে তৃণমূলে ফেরায়, ক্ষোভ উগরে দিয়েছেন পুরভোটে পরাজিত তৃণমূল প্রার্থীর শ্বশুর তথা তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি। দলবদল ঘিরে তৃণমূলের অন্দরে ‘দ্বন্দ্ব’। কটাক্ষ করেছে বিজেপি। ১২ এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন। 


ভাটপাড়াতেও দলবদল: পুরভোটের (Municipal Election) মুখে অর্জুন সিংহর (Arjun Singh) খাস তালুক ভাটপাড়াতেও (Bhatpara) বিজেপি (BJP) প্রার্থীদের দলবদল চোখে পড়েছে। মনোনয়নপর্ব মিটে যাওয়ার পরে পদ্ম ছেড়ে ঘাসফুল (TMC) শিবিরে যোগদান তিন প্রার্থীর। অর্জুনে আস্থা না থাকাতেই বিজেপিতে ভাঙন। দাবি করছে তৃণমূল। আমল দিতে নারাজ ব্যারাকপুরের বিজেপি সাংসদ।


ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দখলে থাকা একমাত্র বিধানসভা ভাটপাড়ায় পর পর ভাঙন। যুদ্ধ শুরুর আগে প্রতিপক্ষ শিবিরের যোদ্ধাকে ভাঙিয়ে এনে, প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করে দেওয়া, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা পুনর্দখলের লক্ষ্যে, অর্জুন-গড়ে কি এই রণনীতি নিয়েই এগোচ্ছে তৃণমূল? 
মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পর, পুরভোটের কয়েক দিন আগে থেকে ভাটপাড়া পুরসভায় যেভাবে পর পর বিজেপি প্রার্থীদের তৃণমূলে যোগদান শুরু হয়েছে, তাতে শুরু হয়েছে এই জল্পনা। 


ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে অর্জুন সিংহর ভাইপো সৌরভ সিংহকে প্রার্থী করেছিল বিজেপি।কিন্তু ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে তৃণমূলে ফিরে গিয়েছেন।মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পর ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবীন্দ্র সিংও তৃণমূলে যোগ দিয়েছেন।একই পথে হেঁটেছেন ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পম্পা দেব ও ৩২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রীতা মণ্ডল।