ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বরানগর: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে লরিচালকদের থেকে তোলাবাজির অভিযোগ, ধরা পরে যেতেই হাত জোর করে ক্ষমা চাইলেন ASI, কান্নায় ভেঙে পড়লেন সিভিক ভলান্টিয়ার। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হওয়ার পরই, নড়েচড়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ক্লোজ করা হয়েছে ASI-কে। সূত্রের খবর, অনির্দিষ্টকালের জন্য় ছুটিতে পাঠানো হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে।
ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর গাড়িতে বসে রয়েছেন এক পুলিশ আধিকারিক। রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার। লরিচালকের থেকে টাকা তোলায় এক মহিলা রীতিমতো ভর্ৎসনা করছেন তাঁদের। প্রশ্নের মুখে পড়ে টাকা তোলার দায় সিভিক ভলেন্টিয়ারের উপর চাপান তিনি। মহিলার ধমক শুনে কান ধরে ওঠবোস করলেন সিভিক ভলান্টিয়ার। কান্নায় ভেঙে পড়েন তিনি। হাত জোর করে ক্ষমা চান ASI পদমর্যাদার পুলিশ আধিকারিক।
ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে। অভিযোগ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরিচালকদের থেকে তোলাবাজি করছিলেন এই পুলিশ অফিসারও সিভিক ভলান্টিয়ার। যা দেখে প্রতিবাদ জানান এক মহিলা। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছেহাত জোড় করে ক্ষমা চাইছেন ASI। আর সিভিক ভলান্টিয়ার তো কান ধরে দাঁড়িয়ে অঝোরে কেঁদেই চলেছেন। ঝড়ের বেগে ভাইরাল হয় এই ভিডিও। ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে রিপোর্ট দিয়েছে বরানগর থানা। ঘটনায় ক্লোজ করা হয়েছে এএসআই-কে। বরানগর থানা থেকে পাঠানো হল ব্যারাকপুর পুলিশ লাইনে। ছুটিতে পাঠানো হল সিভিক ভলান্টিয়ারকে। পুলিশ সূত্রে খবর, যাঁরা ভিডিও তুলেছেন, তাঁদের সঙ্গেও কথা বলা হবে।