ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বেলঘরিয়া : আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বেলঘরিয়ায় কিশোরীকে কোপ ! বন্ধুর সঙ্গে বচসার প্রতিবাদ করায় থাপ্পড়, প্রতিহিংসায় একের পর এক কোপ। দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় কিশোরীকে একের পর এক কোপ মারা হয়েছে। বেলঘরিয়া থানা এলাকার প্রফুল্ল নগরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তকে ধরে মারধর করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরীকে। আহত অভিযুক্ত কিশোরও হাসপাতালে ভর্তি।


কী ঘটনা ?


ঘটনার সময়কার হাড়হিম করা একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। পুলিশের তরফে বলা হয়েছে, ঘটনাস্থল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রফুল্ল নগর। এলাকাটি বেলঘরিয়া থানা ও বরানগর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। মূলত গোটা ঘটনাটি, এক কিশোর ও কিশোরীকে একটি ইস্যু নিয়ে বচসাকে কেন্দ্র করে। অভিযোগ, কিশোরী ওই কিশোরকে সপাটে থাপ্পড় মারে। পুলিশ আধিকারিকরা দাবি করছেন, থাপ্পড় কেন কিশোরী মেরেছে, সেই রাগে ধারালো অস্ত্র নিয়ে তার উপর বেপরোয়া আক্রমণ চালায় কিশোর। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় বসে পড়ে কিশোরী। তার শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে। এই মুহূর্তে বাইপাসের ধারেই একটি বেরসকারি হাসপাতালে ওই কিশোরী চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে, ঘটনার পর অভিযুক্ কিশোরকে মারধর করেন স্থানীয় লোকজন। মারধরে জখম হয় সেই কিশোরও। পুলিশের দাবি, সেও এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের বক্তব্য, যেহেতু অভিযুক্ত এখন হাসপাতালে, তাই এখন গ্রেফতার করা যাবে না। তার শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। একটু সুস্থ হলেই তাকে গ্রেফতার করা হবে। এই ঘটনার পর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবরুদ্ধে করে রেখেছেন কিশোরীর পাড়ার লোকজন। পুলিশ আধিকারিকরা গিয়েছেন। তাঁরা স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছেন।


আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। বিচারের দাবিতে প্রতিদিনই কার্যত আন্দোলনের ঢেউ উঠছে রাজপথে। চিকিৎসক থেকে শুরু করে নাগরিকসমাজ, বিশিষ্ট জনেরা, শিল্পীরা...সমাজের বিভিন্ন স্তরের মানুষ আন্দোলনে শামিল হয়েছেন। এই আবহে শরীরে বুকে হিংসাত্মক এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার পিছনে কী কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।