Realme Phones: ভারতে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন (Realme P2 Pro 5G) লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) মডেলের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় লঞ্চ হবে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। এবছর এপ্রিল মাসে রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ হয়েছিল। এবার আসতে চলেছে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন। তবে রিয়েলমি পি২ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। জানা গিয়েছে, রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনে কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। ভারতে লঞ্চের পর রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন অনলাইনে কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে সবুজ রঙে। এই ফোনে একটি সোনালি রঙের ফ্রেম দেখা যেতে পারে। ফোনের ব্যাক প্যানেলে মাঝবরাবর একটি চৌকো আকৃতির ক্যামেরা মডিউল বসানো থাকবে। তার চারপাশের বর্ডারেই থাকবে সোনি রঙের লাইন। এই ক্যামেরা মডিউলে দুটো ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে। অর্থাৎ রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরের দিকের বর্ডারের নীচে মাঝ-বরাবর থাকবে একটি হোল পাঞ্চ কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নিন
- রিয়েলমির আসন্ন ফোনে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। রিয়েলমি কর্তৃপক্ষের দাবি, মাত্র ৫ মিনিট এই ফোনে চার্জ দিলে প্রায় দেট ঘণ্টা গেম খেলা যাবে।
- কার্ভড ডিসপ্লে থাকতে পারে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে।
সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে রিয়েলমির আরও একটি স্মার্টফোন
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে একথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে দিনক্ষণ। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় রিয়েলমি নারজো সিরিজের এই ৫জি ফোন দেশে লঞ্চ হবে। ভারতে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন কেনা যাবে। এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।