ভাস্কর ঘোষ, বেলুড়: আজ জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) দশমী (Dashami)। রীতি মেনে সকালে বেলুড়ের সারদা পীঠে (Sarada Pith) শুরু হয় দশমী পুজো। এরপর দর্পণে বিসর্জন। আজই সন্ধেয় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন। রীতি ও ঐতিহ্য মেনে গতকাল বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী, তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজো হয়। জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে।


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে বেলুড়ে পুজো হয়। বুধবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় সারদা পীঠে৷ গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। সারাদিন চলে পুজো। ১৯৪১ সালে বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে।                                                              


প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পুজো৷ নিষ্ঠা ভরে মায়ের পুজোর আয়োজন করলেন রামকৃষ্ণ মিশন কতৃপক্ষ৷ সমস্ত রীতি ও আচার বিধি মেনেই সম্পন্ন হয় পুজো। পুজো ঘিরে সাজ সাজ রব মঠে।   


আরও পড়ুন, আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়ল কি ? পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?


অন্যদিকে, নবমীর দিন লেক কালীবাড়িতে ধুমধাম করে জগদ্ধাত্রীর আরাধনা হল। সকাল থেকে ভক্তদের ঢল। এদিন বিশেষ ভোগের আয়োজন করা হয়। চন্দননগরে ৫দিন ধরে জগদ্ধাত্রী পুজো হলেও, কলকাতা ও অন্যান্য জায়গায় একদিনেই দেবীর আরাধনা হয়। এক দিনেই তিন প্রহরের পুজো হয়। তাই ব্যস্ততাও তুঙ্গে থাকে। নবমীতে দিনভর লেক কালীবাড়িতে ভক্তদের ঢল। পুজোর আনন্দে মাতলেন পূণ্যার্থীরা।                   


প্রসঙ্গত, দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। আবার কোথাও নবমীর দিনই তিনপ্রহরের পুজো সম্পন্ন হয়।