কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ রানের ব্যবধানে দুরন্ত জয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল ভারত। আইসিসির ব়্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার হলেন সূর্যকুমার যাদব। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।


জয় ভারতের


ভারতের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ জিততে পারল না বাংলাদেশ। কাজে দিল না লিটন দাসের (Litton Das) ৬০ রানের দুরন্ত ইনিংস। ৫ রানে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল ভারত। বল হাতে ভারতের হয়ে অর্শদীপ সিংহ ও হার্দিক পাণ্ড্য দুইটি করে উইকেট নেন। ভারত প্রথমে ব্যাট করে ছয় উইকেটের বিনিময়ে ১৮৪ রান তোলে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কমে ১৫১ রান হয়। নুরুল হাসানরা লড়াই করলেও শেষমেশ ১৪৫ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। জয় পায় ভারত।


শীর্ষে সূর্য


গোটা বছর ধরেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে অনবদ্য ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আইসিসির ব়্যাঙ্কিংয়েও (ICC Rakings) তাঁর দুরন্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে। তিনি বহুদিন ধরেই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ভারতীয় ব্যাটার। তবে অনেকবার কাছাকাছি এসেও তালিকায় মহম্মদ রিজওয়ানকে (Muhammad Rizwan) সরিয়ে একেবারে শীর্ষে পৌঁছতে পারছিলেন না সূর্য। অবশেষে অপেক্ষার অবসান। ভারতের বিগত দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান সূর্য। এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই দুই ধাপ এগিয়ে এসে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন সূর্য।


কোহলির বিশ্বরেকর্ড


বুধবার একটি কীর্তি গড়ে ফেললেন কোহলি। তিনিই হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক। বিরাট ভেঙে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের রেকর্ড। বাইশ গজে যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। ব্যাটে রানের ফুলঝুরি। পাকিস্তানের পর নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও করেছেন ঝকঝকে হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে ছিলেন তিনি। ক্রিস গেলকে পেরিয়ে গিয়েছিলেন আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের। 


তালিকার শীর্ষে ছিলেন জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ১০১৬ রান রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। বুধবারই সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলির ঝুলিতে ১০৩৩ রান হয়ে গিয়েছে। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৫ ম্যাচে প্রায় নব্বইয়ের কাছাকাছি গড় রেখে এই রান করেছেন কোহলি।


পঞ্জাবের নতুন অধিনায়র শিখর


নতুন আইপিএল (IPL 2023) মরসুম শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই বড় রদবদলের কথা ঘোষণা করল পঞ্জাব কিংস (Punjab Kings)। গত মরসুমে প্লে-অফে পৌঁছতে পারেনি দল, তাই নতুন মরসুমে নতুন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হল। ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) বদলে পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক ঘোষিত হলেন শিখর ধবন (Shikhar Dhawan)। বুধবারই সোশ্যাল মিডিয়ায় পঞ্জাবের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 


আরও পড়ুন: