কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা যায় দুই যুবক ও এক যুবতীকে। আচমকাই ছেলেধরা সন্দেহে গুজব ছড়িয়ে পড়ে এলাকায়।


'পুলিশকে খবর দেওয়া হলেও দেরিতে এসেছে পুলিশ',এই অভিযোগ তুলে আসানসোল উত্তর থানার পুলিশের ওপর হামলা চালাল গ্রামবাসীরা। পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। ইটের আঘাতে জখম হন এক সিভিক ভলেন্টিয়ার ও কয়েকজন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। কিন্তু ওই যুবক যুবতীদের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ ।


কোথাও চোর সন্দেহে পিটিয়ে খুন, কোথাও ছেলেধরা সন্দেহে বেধড়ক মার।  দিকে দিকে অত্যাচারের ছবি দেখে সিউড়ে উঠছে বাংলা। কঞ্চি দিয়ে তরুণীকে রাস্তায় ফেলে মার! যন্ত্রণায় কাতরাচ্ছেন তরুণী। তখন আবার মার। একবার তরুণকে মার, আবার তরুণীকে মার। পালা করে মার। এটা না কি বিবাহ বর্হিভূত সম্পর্কের শাস্তি। স্বঘোষিত শাস্তিদাতা তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম। তার নাকি এত দাপট যে তাকে লোকে JCB বলে ডাকে।


চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমান বলেন, অন্য়ায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী, নিজের ছেলে-মেয়ে বাদ দিয়ে, ও দুশ্চরিত্রবান হয়েছে। একদিকে যখন চোপড়ায় প্রকাশ্য়ে গুণ্ডামির এই ছবি, তখন বউবাজার, সল্টলেক, পাণ্ডুয়া, জামবনি, তারকেশ্বর-সন্দেহের বশে একের পর এক জায়গায় পিটিয়ে খুন। কোথাও মোবাইল ফোন চুরির সন্দেহ কোথাও টাকা চুরির অভিযোগে। ৪ দিনে পিটিয়ে খুন করা হয় ৫ জনকে।


আরও পড়ুন, আজ ভোট গণনার দিনে ৮৬ পয়সা কমল জলপাইগুড়িতে, ৮ জেলায় সস্তা জ্বালানি, কলকাতায় কত ?


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, 'গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার, আমার ওপরেও  প্রহারের ঘটনা হতে পারে। আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'জাতি, সম্প্রদায়, লিঙ্গ, জন্মস্থান, ভাষা ও অন্যান্য যেসব কারণে মারধরের ঘটনা ঘটে, তাতে ৭ বছরের জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ডের সাজা, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যুক্ত করা হয়েছে। '


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।