কলকাতা: ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, সরব মুখ্যমন্ত্রী। 'বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্মম অত্যাচার। অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে আছি, সবরকম সাহায্য় করব. যে সব ক্ষেত্রে মৃত্যু হয়েছে, আমরা আর্থিক সাহায্য় করব। ২৪ ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে। বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না। সুতি থানায় জিরো FIR দায়ের হয়েছে, ৬ জন গ্রেফতার হয়েছে', রাজ্য পুলিশের টিম ওড়িশা গিয়েছে, এক্স পোস্ট মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, ছুটির সকালে রাজ্য জুড়ে SIR-শুনানির দ্বিতীয় দিন, 'নো ম্যাপিং' নিয়ে কী বার্তা ফিরহাদের ?
ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। রুজিরুটির সন্ধানে গিয়েছিলেন ওড়িশায় গিয়েছিলেন, মুর্শিদাবাদের সুতির জুয়েল রানা। কিন্তু, কে জানত সেখানেই শেষ হয়ে যাবে জীবনটা!পরিবারের অভিযোগ, ১৯ বছরের জুয়েলকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ পরিযায়ী শ্রমিক আকির শেখ ও পলাশ শেখ। মৃতের পরিবার সূত্রে খবর,২০ ডিসেম্বর, ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জুয়েল রানা, আকির শেখ ও পলাশ শেখ।
বুধবার রাতে তাঁদের ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, বাংলাভাষায় কথা বলায় মুর্শিদাবাদ ও মালদার ৩ পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় জুয়েলের। প্রত্যক্ষদর্শী বলেন, রাজমিস্ত্রির কাজ শেষ করে এসে ঘরে বসেছিল। সেই সময় কয়েকজন এসে বলল আধার কার্ড দেখাও, ভোটার কার্ড দেখাও। ওরা বলল আধার কার্ড তো এখানে নেই, ঘরে (বাড়ি)যেতে হবে। ওরা বলে তোমরা বাংলাদেশি, তারপরেই মারতে শুরু করল। আমরা সাজা চাই। '
ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এক্স হ্যান্ডলে লেখেন, বাংলায় কথা বলায় ফের একজন পরিযায়ী শ্রমিককে নিশানা করা হল বিজেপি শাসিত রাজ্যে। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে মেরেছে বিজেপির গুন্ডারা। আহত হয়েছে আরও ২ জন। তৃণমূল বিধায়ক ও নারী-শিশুকল্য়াণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ওড়িশাতে আবার মুর্শিদাবাদ থেকে ৩ জন পরিযায়ী শ্রমিক, তাঁদের ওপর আক্রমণ হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ওড়িশাতে সম্বলপুরে তাঁদের ওপরে আক্রমণ ওই এক তকমা লাগিয়ে যে 'তোমরা বাংলাদেশি। তোমরা বাংলায় কথা বলছ, তোমরা বাংলাদেশি'।