অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রায় ১ দশক আগে। কিন্তু তারপর বিভিন্ন ধাপ পেরিয়েও এখনও চাকরি পাননি কেউ। তারই প্রতিবাদে পথে নামলেন ২০১৪ সালের উচ্চ প্রাথমিক টেটের চাকরিপ্রার্থীরা। প্রবল গরমে বিক্ষোভ দেখাতে দিয়ে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন। 


পঞ্চায়েত ভোটের আবহেই ফের শহরের রাস্তায় চাকরি আন্দোলন। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের পথে নেমে প্রতিবাদ করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে, রাস্তায় হামাগুড়ি দিয়ে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। এরা সকলেই ২০১৪ আপার প্রাইমারি টেটের চাকরিপ্রার্থীরা। গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী। 


২০১৪ সালের ৩০ জানুয়ারি আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০১৫ সালের ১৬ আগস্ট পরীক্ষা নেওয়া হয়। তার পরের বছর ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৯ সালে ইন্টারভিউয়ের পর মেধা তালিকা প্রকাশ হলেও পরের বছরই হাইকোর্টের নির্দেশে তা বাতিল করে দেওয়া হয়। তার দুই বছর পরে ফের ইন্টারভিউ হয়। কিন্তু তারপরেও মেধাতালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।


সোমবার মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে হাইকোর্ট পর্যন্ত মিছিলের ডাক দেন আপার প্রাইমারি টেটের চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।রানি রাসমণি রোডে মিছিল আটকায় পুলিশ। প্রচণ্ড গরমে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। ২৯১ দিন ধরে মাতঙ্গিনী মূর্তির সামনে অবস্থানে বসে রয়েছেন ২০১৪-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ৯ বছরের অপেক্ষা শেষ হবে কবে? কবে মিলবে হকের চাকরি? অপেক্ষায় চাকরিপ্রার্থীরা।


যখন কলকাতায় চাকরির দাবিতে আন্দোলন চলছে। সেদিনই বীরভূমে দলীয় সভায় ফোন-বার্তায় চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এর আগেও একাধিকবার চাকরির আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আপার প্রাইমারি নয়, এসএসসি-সহ আরও একাধিক চাকরি ক্ষেত্রে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। নিয়োগ নিয়ে যখন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে, একাধিক নেতা-বিধায়ক গ্রেফতার হয়েছেন। তখনই আর একদিকে দীর্ঘদিন ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। গ্রীষ্ম-বর্ষা-শীত, সব সময়েই রাস্তায় দিন কাটছে চাকরিপ্রার্থীদের। এই পরিস্থিতিতে কবে চাকরি মিলবে তা নিয়েই এখন দিন গুনছেন তাঁরা।


আরও পড়ুন: মঙ্গলে মিলল ডোনাটের মতো আজব দেখতে পাথর! কারা রেখে গেল, ধরা পড়ল ক্যামেরায়?